এখন ই-কমার্স সংস্থাগুলির বাইরেও প্রায় সমস্ত রকমের সংস্থাই তাদের পণ্যের উপর দিচ্ছে ছাড়। মোবাইল ফোন হোক বা হোম অ্যাপ্লায়েন্সেস— যেকোনও পণ্য এই সময় কিনলে ছাড় পাওয়া যেতে পারে।
এরই মধ্যে এবার মোটরবাইক নির্মাতা সংস্থা Royal Enfield নিয়ে এল এক দারুন সুযোগ। এখন নিতান্ত সুলভ EMI দিয়ে কিনে নেওয়া যাবে নতুন মোটর বাইক।
advertisement
আরও পড়ুন- চলন্ত ট্রেনে কেন হু হু করে ফোনের ব্যাটারি শেষ হয়? আসল কারণটা জানেন না অনেকেই
যাঁরা মোটরবাইক চালান, তাঁদের প্রায় সকলের কাছেই Royal Enfield স্বপ্নের মতো। সকলেই চান এমন একটি মোটরবাইক চালাতে। এবারের উৎসব মরশুমে সেই সুযোগ মিলতে পারে। কারণ Royal Enfield-এর EMI-তে এখন পাওয়া যেতে পারে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়।
তাছাড়া, জানা গিয়েছে সংস্থাটি OTO Capital-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তার ফলে গ্রাহকরা পেতে পারেন একটি বাইব্যাক অফারও। মোটরবাইকের দামের উপর এই নিশ্চিত বাইব্যাক অফার পাওয়া যাবে বলে দাবি।
এক থেকে তিন বছরের মেয়াদে এই অফার উপভোগ করতে দেবে Royal Enfield, জানা গিয়েছে এমনই। সময়কালের উপর ভিত্তি করেই সর্বোচ্চ ৪৫ শতাংশ ছাড় পাওয়া যেতে পারে EMI-তে।
সেই সঙ্গে ৭৭ শতাংশ পর্যন্ত বাইব্যাকও পাওয়া যাবে। এই বাইব্যাক অফারে মেয়াদ শেষে নিশ্চিত ক্যাশব্যাক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে OTO Capitals।
সংস্থার তরফে জানান হয়েছে, নির্দিষ্ট মেয়াদ শেষ হলে গ্রাহকেরা সিদ্ধান্ত নেবেন তাঁরা কী করবেন। প্রথমত, তাঁদের বর্তমান গাড়িটির বদলে নতুন Royal Enfield নিতে পারেন। অথবা, একেবারে ফিরিয়ে দিতে পারেন পুরনো গাড়িটি।
আরও পড়ুন- প্যান্টের কোন পকেটে ফোন রাখতে হয়? ৯০ শতাংশ মানুষ জানেন না, বড় ভুল করেন
তবে, সকলেই এই সুযোগ পাবেন এমন নয়। আপাতত মাত্র ১২টি শহরে এই সুযোগ পাওয়া যাবে। পরবর্তীকালে এই সুবিধা অন্য অনেক শহরেই পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে Royal Enfield।
গ্রাহকের প্রয়োজন এবং স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়েই এই বিশেষ সুযোগ তারা দিতে চাইছে বলে দাবি করেছে Royal Enfield সংস্থাটি।