TRENDING:

Room Heaters: সাবধান! রুম হিটার ব্যবহারের আগে জানুন! নয়ত জলের মতো টাকা খরচ হবে

Last Updated:

Room Heaters: তবে এ নিয়ে একাধিক ভুল তথ্য কিংবা বলা ভাল ভুল ধারণা অনেকেই মনেই রয়েছে। যার জেরে এনার্জি তো পোড়েই, সেই সঙ্গে নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তুরে হাওয়ার দাপট ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। আর ঘরে আরামে থাকতে গেলে রুম হিটার মাস্ট। তবে এ নিয়ে একাধিক ভুল তথ্য কিংবা বলা ভাল ভুল ধারণা অনেকেই মনেই রয়েছে। যার জেরে এনার্জি তো পোড়েই, সেই সঙ্গে নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। তাহলে দেখে নেওয়া যাক, ওই ভুল ধারণাগুলি কী কী!
News18
News18
advertisement

অয়েল-ফিলড হিটার কি মন্থর এবং কার্যকর নয়?

অয়েল-ফিলড হিটার আসলে গরম হতে সময় লাগে। এই মিথের জেরে এর আসল সুবিধাগুলি নজরে আসে না। এই হিটার অফ করার পর তা তাপ ধরে রাখতে সক্ষম। এর ভিতরে থাকা তেল থার্মাল রিজার্ভার হিসেবে কাজ করে। তাই কারেন্ট অফ হয়ে গেলে তা দীর্ঘক্ষণ তাপ ধরে রাখতে পারে। তাই বহু ইউজারই অন্যান্য পোর্টেবল বিকল্পের তুলনায় সাশ্রয়ের জন্য অয়েল-ফিলড হিটারই খোঁজেন।

advertisement

ইনফ্রারেড হিটার কি নিরাপদ নয়?

অনেক সময় ইনফ্রারেড হিটারকে অসুরক্ষিত বলে দাগিয়ে দেওয়া হয়। কারণ প্রচুর তাপ উৎপাদন করার ক্ষমতা রয়েছে এটির। যদিও আধুনিক ইনফ্রারেড হিটারে একাধিক সেফটি ফিচার রাখা হয়। ফলে অন্যান্য রুম হিটারের তুলনায় এটি নিরাপদ। ইনফ্রারেড হিটার দারুণ কার্যকর। সেই সঙ্গে আগুন লাগা কিংবা পোড়ার ঝুঁকিও থাকে না।

advertisement

বড় ঘরে কি ফ্যান হিটার ভাল কাজ করে?

বড় ঘর দ্রুত গরম করার জন্য অনেকেই ফ্যান হিটারকে সেরা বিকল্প বলে মনে করেন। কিন্তু আসলে ছোট জায়গার জন্য এগুলি বেশি কার্যকর। এই ধরনের হিটার নির্দিষ্ট একটি এলাকায় সরাসরি গরম হাওয়া প্রবাহিত করে। যা লোকালাইজড হিটিংয়ের জন্য দারুণ। কিন্তু বড় ঘরের প্রতিটি কোণায় তাপ ছড়িয়ে পড়ে না। ফলে সব জায়গা সমান ভাবে গরম হয় না।

advertisement

সেরামিক হিটারে কি বেশি এনার্জি পোড়ে?

অতিরিক্ত শক্তি অপচয়ের দুর্নাম রয়েছে সেরামিক হিটারের। কিন্তু আসলে সবথেকে এনার্জি-এফিশিয়েন্ট ইলেকট্রিক হিটারের মধ্যে সেরামিক হিটার অন্যতম। এইসব হিটারে সেরামিকের পাত থাকে। যা তাপ উৎপন্ন করে। যা ঘরের মধ্যে সমান ভাবে তাপ ছড়িয়ে দেয়। ছোট জায়গায় এই সেরামিক হিটার ব্যবহার করা হলে তা কার্যকর ভাবে ঘর গরম করতে পারে। সেই সঙ্গে অন্যান্য মডেলের তুলনায় কম বিদ্যুৎ পোড়ে। ফলে তা অতিরিক্ত খরচ সাশ্রয় করে।

advertisement

আরও পড়ুন: দীর্ঘ সময় টয়লেটে বসে থাকেন? মোবাইল দেখেন? হতে পারে মারণ রোগ! জানুন চিকিৎসকের মত

দীর্ঘ সময় ব্যবহার করা হলে কোয়ার্ৎজ হিটার শক্তির অপচয় করে?

দীর্ঘক্ষণের ব্যবহারের জন্য অনেকেই এই হিটারকে একেবারেই পছন্দ করেন না। নির্দিষ্ট একটা জায়গাকে অবিলম্বে তাপ প্রদান করতে পারে কোয়ার্ৎজ হিটার। গোটা ঘর দীর্ঘক্ষণ ধরে এটা ব্যবহার করে গরম করা যায় না। এটা কিন্তু কোনও অসুবিধা নয়। বরং এটাই এই ধরনের হিটারের ফিচার।

প্যানেল হিটার কি দুর্বল আর কার্যকর নয়?

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

প্যানেল হিটার আসলে সময়ে সময়ে ধারাবাহিক ভাবে গরম করতে পারে ঘর। মনে রাখতে হবে যে, এই হিটার কিন্তু ঘর দ্রুত গরম করতে পারে না। অতিরিক্ত শক্তি খরচ না করে স্থিতিশীল তাপমাত্রা বজায় রাখতে পারদর্শী এই ধরনের হিটার।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Room Heaters: সাবধান! রুম হিটার ব্যবহারের আগে জানুন! নয়ত জলের মতো টাকা খরচ হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল