আমেরিকার কাস্টম এবং বর্ডার প্রোটেকশন (CBP) জানিয়েছে যে, আমেরিকা মেক্সিকো সীমান্ত জুড়ে পাহারা দেওয়ার জন্য এবং পেট্রোলিং করার জন্য সবথেকে ভাল অপশন হল এই রোবট কুকুর। এই সীমান্তে মানুষের থেকেও এই ধরনের রোবট কুকুর বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এর কারণ হল আমেরিকা মেক্সিকোর বিস্তীর্ণ সীমান্ত জুড়ে কঠিন আবহাওয়ার প্রভাব(Robot Dogs)। এই ধরনের খারাপ এবং কঠিন আবহাওয়ায় মানুষের থেকেও রোবট কুকুর বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। এই কারণেই আমেরিকা মেক্সিকোর সীমান্তে মোতায়েন করেছে রোবট কুকুর।
advertisement
আরও পড়ুন: ওয়ারলেস চার্জিং কি কমিয়ে দেয় স্মার্টফোনের ব্যাটারি লাইফ?
আমেরিকা মেক্সিকোর সীমান্তে মোতায়েনকারি রোবট কুকুরের চারটি পা রয়েছে। এর মাথাটি সোজা রয়েছে। সায়েন্স ফিকশন সিনেমায় যেমন বিভিন্ন ধরনের রোবট দেখতে পাওয়া যায় এই রোবট কুকুর অনেকটাই তেমন দেখতে। কিন্তু এই রোবট কুকুরের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত টেকনোলজি। আমেরিকা মেক্সিকোর সীমান্তে এই চার পায়ের রোবট কুকুর(Robot Dogs) মোতায়েন করা হয়েছে আপাতত এগুলোর কার্যকারিতা পরীক্ষা করার জন্য। এই রোবট কুকুর আমেরিকা মেক্সিকো সীমান্তে কেমন পারফর্ম করে তা দেখে একে অন্য কাজেও ব্যবহার করা হতে পারে। এই চার পায়ের রোবট কুকুরের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক গ্যাজেট এবং উন্নত টেকনোলজির ডিভাইস। রোবট কুকুরের মধ্যে থাকা সমস্ত ধরনের আধুনিক গ্যাজেট এবং ডিভাইস সরাসরি আমেরিকার পুলিশের নজরদারিতে থাকবে। আমেরিকা মেক্সিকো সীমান্তের অবৈধ প্রবেশকারীর সমস্যার সমাধান করার জন্য নিয়ে আসা হয়েছে এই বিশেষ ধরনের রোবট কুকুর। এখন সকলের নজর সেই রোবট কুকুরের ওপরে।
