১,২৯৯ টাকার প্ল্যান
জিও-এর এই ১,২৯৯ টাকার প্রিপেড প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন ২GB ডেটা দেওয়া হয়। প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পেতে পারেন। এছাড়াও, প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা রয়েছে। নতুন রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের আনলিমিটেড ৫জি ডেটা দেওয়া হয়েছে। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন অর্থাৎ প্রায় ৩ মাস পর্যন্ত বহাল থাকবে।
advertisement
পরিশেষে, যদি আমরা এই প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলি, তাহলে ১,২৯৯ টাকার এই জিও প্রিপেড প্ল্যানে গ্রাহকদের Netflix মোবাইল প্যাকের অ্যাক্সেস দেওয়া হয়। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, ব্যবহারকারীরা যদি Netflix-এর জন্য একটি আলাদা প্ল্যান নেন, তাহলে তারা এক মাসের জন্য ১৪৯ টাকায় Netflix মোবাইল প্যাক পাবেন। মোবাইল প্ল্যান ব্যবহারকারীরা 480p (SD) রেজোলিউশনে Netflix-এ ভিডিও দেখতে পারবেন।
১,৭৯৯ টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর ১,৭৯৯ টাকার দ্বিতীয় প্ল্যানের কথা বললে, এতে গ্রাহকদের প্রতিদিন ৩জিবি ডেটা দেওয়া হয়। এর পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি SMS এর সুবিধাও পাবেন। প্ল্যানে আনলিমিটেড ৫G ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন পর্যন্ত বজায় থাকবে।
আরও পড়ুন: মোবাইল পরিষেবা বন্ধের ভয় দেখিয়ে ফোন? সাইবার প্রতারণা রুখতে নির্দেশিকা জারি TRAI-এর
আরও পড়ুন: ফোনের গ্যালারিতে কীভাবে WhatsApp-এর কনটেন্ট সেভ হওয়া বন্ধ করবেন, জেনে নিন টিপস
এই দুই প্ল্যানেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জিও তাদের ১,৭৯৯ টাকার প্যাক সহ Netflix-এর বেসিক প্ল্যানও অফার করছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, Netflix-এর বেসিক প্ল্যানের দাম এক মাসের জন্য ১৯৯ টাকা। মূল প্ল্যানে 720p (HD) রেজোলিউশনে ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।