আরও পড়ুন: ২জিবি RAM-ফুল ভিউ এইচডি ডিসপ্লে, এবং...! Vivo-র ₹৯ হাজারি চাল
নতুন জিও ফোনে আটটি ইনবিল্ড জিও অ্যাপ্লিকেশন থাকছে। যার মধ্যে জিও সিনেমা, জিও টিভি, জিও মিউজিকের মতো জনপ্রিয় অ্যাপগুলিও রয়েছে। অর্থাৎ, এই ফোনে সিনেমা ও লাইভ টিভি-র পাশাপাশি আনলিমিটেড মিউজিক ভিডিও-ও দেখা যাবে। আগামী ১৫ অগাস্ট থেকে জিও ফোনে আরও চারটি নতুন অ্যাপ্লিকেশন-ও লঞ্চ হবে। এগুলি হল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ও গুগল ম্যাপ। এছাড়া, জিও ফোনে কাজ করবে ভয়েস কমান্ডও।
advertisement
আরও পড়ুন: ৫০ কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে জিওফোন, কী আছে এই ‘স্মার্ট-ফিচার’ ফোনে ?
এর পাশাপাশি জিও নিয়ে আসছে ১০০ শতাংশ ক্যাশব্যাকের অফার ৷ কী ভাবে মিলবে এই সুবিধা ? jio.com তরফে জানানো হয়েছে গ্রাহকদের ৩৯৮ বা তার বেশি টাকা দিয়ে প্রিপেড রিচার্জ প্ল্যান রিচার্জ করাতে হবে ৷ এর বদলে ৪০০ টাকার ক্যাশব্যাক ভাউচার পেয়ে যাবেন গ্রাহকরা ৷ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নির্দিষ্ট পেমেন্ট ওয়ালেটে দেওয়া হবে ৷
আরও পড়ুন: আমরাই জয়ী হয়ে জণগনের পাশে থাকব, আস্থা ভোটের আগে টুইট প্রধানমন্ত্রীর
JioFi, JioFibre and JioLink এও মিলবে রিল্যায়েন্স জিও-র ১০০ শতাংশ ক্যাশব্যাক ৷