টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া বা TRAI তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ ডিসেম্বর মাস থেকে সব থেকে বেশি স্পিড দিচ্ছে জিও। বাকি কোনও সংস্থা জিও-র ধারেকাছে আসতে পারবে না। সেপ্টম্বর ২০১৬-তে ৪জি পরিষেবা চালু করেছিল রিল্যায়েন্স জিও ৷ সেপ্টম্বর মাসে রিল্যায়েন্সের নেটওয়ার্কে সর্ব্বোচ স্পিড ছিল ৭.২৬ এমবিপিএস ৷ যা নভেম্বর মাসে কমে গিয়ে হয় ৫.৮৫ এমবিপিএস ৷
advertisement
ট্রাইয়ের তরফে প্রকাশিত প্রত্যেক মাসের মোবাইল ডেটা রিপোর্টে এটা জানানো হয়েছে ৷
অন্য সংস্থাদের মধ্যে জিও-র পরেই রয়েছে ভোডাফোন ৷ ভোডাফোনের নভেম্বর মাসে স্পিড ছিল ৪.৯ এমবিপিএস যা ডিসেম্বরে বেড়ে গিয়ে হয় ৬.৭ এমবিপিএস ৷ ডিসেম্বর মাসে এয়ারটেলের স্পিড ছিল ৪.৬৮ এমবিপিএস।
Location :
First Published :
January 12, 2017 12:54 PM IST