অক্টোবরের মধ্যে দিল্লি, মুম্বই, কলকাতায় চালু হয়ে যাবে 5G পরিষেবা। সোমবার রিলায়েন্স তাদের বার্ষিক সাধারণ সভা (Reliance Industries AGM 2022) থেকে এমনই ঘোষণা করেছে। শুধু তাই নয়, সংস্থার তরফে নতুন JioAirFiber নামে এক পরিষেবার ইঙ্গিতও দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই পরিষেবা আসলে গ্রাহকের কাছে পৌঁছে দেবে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা। আর এর জন্য তারের প্রয়োজনীয়তাও থাকবে না।
advertisement
Jio দাবি করেছে যে তারা একটি JioAirFiber গেটওয়ে তৈরি করেছে। এটি আসলে একটি তারবিহীন যন্ত্র বা ‘ওয়্যারলেস ডিভাইস’ যা True 5G (Standalone 5G) ব্যবহার করে অতি-উচ্চ-গতি ইন্টারনেট ব্যবহার করে একটি নির্দিষ্ট এলাকায় একটি Wi-Fi হটস্পট তৈরি করে কাজ করতে পারবে।
আরও পড়ুন: রাজমিস্ত্রির কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন? না সিনেমা নয়, বাস্তব! ভাইরাল ভিডিও চমকে দেবে
সংস্থার তরফে আকাশ আম্বানি (Akash Ambani) বলেন, ‘এর আমরা সাহায্যে একাধিক ভিডিও স্ট্রিম করতে পারি, একই সময়ে একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল দেখাতে পারি এবং তাও আল্ট্রা-হাই ডেফিনিশনে। পাশাপাশি ইচ্ছেমতো বেছে নিতে পারি কোন ক্যামেরা অ্যাঙ্গেলটিতে আমরা ফোকাস করতে চাই।’ ওয়াকিবহাল মহলের ধারণা, JioAirFiber ব্যবহার করে রিলায়েন্স তার নিজস্ব (In House) ভার্চুয়াল পিসি (PC) পরিষেবা - Jio Cloud PC-র প্রচার পরিকল্পনা সেরে রাখতে চাইছে৷
আরও পড়ুন: ১৩ হাজারেরও কমে আসছে Poco M5! লেদার ফিনিশ ব্যাক প্যানেল! সঙ্গে নতুন চমক!
সংস্থার তরফে বলা হয়েছে যে, একটি ডিভাইস ব্যবহার করা যাবে বাড়ি এবং অফিসের জন্য। তার দ্বারাই যে কোনও জায়গায় গিগাবিট (Gigabit) গতির ইন্টারনেট ব্যবহার করা যাবে খুবই সহজে। খুব শীঘ্রই লক্ষ লক্ষ বাড়ি এবং অফিসে এই যন্ত্রটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে Jio। এ দিনের সভা থেকে মুকেশ আম্বানি ঘোষণা করেছেন যে ভারত স্থির ব্রডব্যান্ড গতির ক্ষেত্রে শীর্ষ দশটি দেশের মধ্যে স্থান পেতে পারে এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করবেন।