চন্দ্রযান ৩-এর সফল অবতরণে ইসরোকে শুভেচ্ছা জানিয়ে এদিনের বার্ষিক সাধারণ সভায় নিজের বক্তৃতা শুরু করেন মুকেশ আম্বানি। এরপর জানান এয়ারফাইবারের কথা। তিনি বলেন, ‘‘লাস্ট মাইল ফাইবারের প্রয়োজনকে বাইপাস করতে জিও এয়ারফাইবার ভারত জুড়ে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে। জিও এয়ারফাইবারের মাধ্যমে আমরা প্রতিদিন দেড় লক্ষ ইউজারকে ইন্টারনেটের সঙ্গে জুড়ব ৷’’ পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত দশ বছরে ১৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে বলে জানান মুকেশ আম্বানি। তিনি বলেন, ‘নতুন ভারত আত্মবিশ্বাসে ফুটছে। ২০৪৭ সালের মধ্যে ‘সম্পূর্ণ উন্নত দেশ’ হয়ে উঠবে;’।
advertisement
আরও পড়ুন– ‘৯,৭৪,৮৬৪ কোটি টাকা আয় রিলায়েন্সের’, বার্ষিক সাধারণ সভায় জানালেন মুকেশ আম্বানি
সঙ্গে আম্বানির সংযোজন, ‘‘রিলায়েন্স উদীয়মান নতুন ভারতের অগ্রদূত। আপাতদৃষ্টিতে আমরা অসম্ভব লক্ষ্য নির্ধারণ করেছি। কিন্তু সেগুলো অর্জন করতে আমাদের অসুবিধা হয়নি।’’ এদিন রিলায়েন্সের আয়, ব্যয়ের হিসেবও দেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, রিলায়েন্সের মোট আয় দাঁড়িয়েছে, ৯,৭৪,৮৬৪ কোটি টাকা। ২০২৩ অর্থবর্ষের এবিটডা ছিল ১,৫৩,৯২০ টাকা। নিট মুনাফা ৭৩,৬৭০ কোটি টাকা। পাশাপাশি রিলায়েন্স এক বছরে ২.৬ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে বলেও জানিয়েছেন আম্বানি।
জিও এয়ারফাইবার কী: এয়ারফাইবার হল হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। তবে কোনও তার ছাড়াই। এটাই এর বিশেষত্ব। জিও ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, প্লাগ ইন করার পর ‘অন’ করলেই জিও এয়ারফাইবার চালু হয়ে যায়। এর মাধ্যমে ইউজার তাঁর বাড়ির নিজস্ব ওয়াইফাই হটস্পটের সঙ্গে যুক্ত করে ট্রু ৫জি-র সাহায্যে আলট্রা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারেন। জিও এয়ারফাইবারের সাহায্যে বাড়ি বা অফিসে খুব সহজেই গিগাবিট গতির ইন্টারনেট ব্যবহার করা যায়।