TRENDING:

Redmi Watch 2 Lite: লঞ্চ হল Redmi Watch 2 Lite, কেমন ঘড়ি, কত দাম, রইল বিস্তারিত

Last Updated:

Redmi Watch 2 Lite: বুধবার এ দেশের বাজারে এল Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+, সঙ্গে Redmi Watch 2 Lite

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে লঞ্চ হল Xiaomi-র সাব-ব্র্যান্ড Redmi-র নতুন স্মার্টফোন ও স্মার্টওয়াচ। বুধবার এ দেশের বাজারে এল Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+, সঙ্গে Redmi Watch 2 Lite। এ দিন বেঙ্গালুরুতে একটি অফলাইন অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোন দু’টি লঞ্চ করেছে Redmi। অন্যদিকে
photo source collected
photo source collected
advertisement

Redmi Watch 2 Lite-এর বিক্রি শুরু হতে চলেছে আগামী ১৫ মার্চ থেকে।

স্মার্টওয়াচের দুনিয়ায় সাশ্রয়ী হিসাবে পরিচিত Redmi Watch 2 Lite-এ রয়েছে ৫ATM ওয়াটার রেজিস্ট্যান্স এবং একটি SpO2 সেন্সরে। আসুন দেখে নেওয়া যাক Redmi Watch 2 Lite দাম এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি এক নজরে।

রেডমি ওয়াচ 2 লাইট দাম

Redmi Watch 2 Lite-এর দাম ভারতে ৪৯৯৯ টাকা। ভারতে অন্যান্য অফলাইন খুচরা বিক্রেতাদের সাথে Amazon, Xiaomi-এর ওয়েবসাইট এবং Mi Home স্টোরগুলিতেও বিক্রি হবে এই ঘড়ি। Redmi Watch 2 Lite তিনটি রঙের পাওয়া যাবে - কালো, নীল এবং আইভরি। কিন্তু স্মার্টওয়াচের স্ট্র্যাপগুলিতে রয়েছে আরও রঙের অপশন— কালো, নীল, বাদামি, আইভরি এবং জলপাই সবুজ।

advertisement

Redmi Watch 2 Lite বৈশিষ্ট্য

১.৫৫ ইঞ্চি TFT ডিসপ্লে, একটি HD রেজোলিউশন-সহ এই স্মার্টওয়াচে থাকছে ১২০-টিরও বেশি Watch face। এতে রক্তের অক্সিজেনের মাত্রা মাপার জন্য রয়েছে একটি SpO2 সেন্সর এবং একটি হার্ট রেট মনিটর। এ ছাড়াও রয়েছে স্লিপ এবং স্ট্রেস মনিটরিং-এর সুবিধা, ১০০-টিরও বেশি ফিটনেস মোড, পিরিয়ড ট্র্যাকার ইত্যাদি।

Redmi Watch 2 Lite স্মার্টওয়াচে পাওয়া যাবে in-built GPS, তার ফলে ব্যবহারকারীদের স্মার্টফোন ছাড়াই GPS-ভিত্তিক অবস্থান নির্ণয় করতে পারবেন।

advertisement

REDMI NOTE 11 pro সিরিজ দাম

Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro plus ভারতেও লঞ্চ করা হয়েছে। এ দেশে বেসিক ৬ GB + ১২৮ GB ফোন হিসেবে Redmi Note 11 Pro-এর দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। এই ফোনের ৮ GB RAM মডেলটি ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ভারতে Redmi Note 11 Pro-এর প্রথম বিক্রি শুরু হবে 23 মার্চ।

advertisement

আরও পড়ুন: বড়সড় চমক দিল শাওমি, লঞ্চ হল রেডমি নোট ১১ প্রো সিরিজের ফোন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

অন্যদিকে Redmi Note Pro plus-এর বেস ৬ GB + ১২৮ GB মডেলের দাম ১৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ৮ GB + ১২৮ GB ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা এবং ৮GB + ২৫৬ GB ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Redmi Watch 2 Lite: লঞ্চ হল Redmi Watch 2 Lite, কেমন ঘড়ি, কত দাম, রইল বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল