রেডমি নোট ১২ সিরিজের এই তিনটি নতুন ফোন হল রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো-প্লাস। রেডমি তাদের নোট ১২ সিরিজের ফোনের বেশ কয়েকটি ফিচার সকলের সামনে তুলে ধরেছে। রেডমি-র তরফের জানানো হয়েছে যে, নোট ১২ সিরিজের এই তিনটি নতুন ফোনে ব্যবহার করা হতে চলেছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ এসওসি। এই চিপসেটে আগের থেকে অনেক বেশি শক্তিশালী ব্যাটারি লাইফ পাওয়া যাবে। আগের থেকে এর পারফরম্যান্স অনেক বেশি ভাল হবে।
advertisement
আরও পড়ুন: এই সব অপারেটিং সিস্টেমে আর কাজ করবে না গুগল ক্রোম! এবার কী করবেন, জেনে নিন বিস্তারিত!
জানা গিয়েছে, রেডমি নোট ১২ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর, যা জনপ্রিয় সেন্সর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রদান করে। এর সাইজ ১/১.৫৬ ইঞ্চি, যা বেশি আলো গ্রহণ করতে সাহায্য করে। রেডমি তাদের রেডমি নোট ১২ প্রো সিরিজ ফোনের রঙের বিষয়েও বিস্তারিত জানিয়েছে। জানা গিয়েছে, এই ফোন পাওয়া যাবে শ্যালো ড্রিম গ্যালাক্সি এবং টাইম ব্লু কালার অপশনে।
২১০ ডাবলু ফাস্ট চার্জিং -
রেডমি নোট ১২ সিরিজের স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁসও হয়েছে। তেমনই এক সূত্রে পাওয়া খবর অনুযায়ী রেডমি নোট ১২ প্রো-তে ব্যবহার করা হতে পারে ২১০ ডাবলু ফাস্ট চার্জিং সাপোর্ট। এ ছাড়াও জানা গিয়েছে যে রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো-প্লাসে ব্যবহার করা হতে পারে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল।জানা গিয়েছে যে রেডমি নোট ১২ প্রো-এ ব্যবহার করা হয়েছে ৪৯৮০ এমএএইচ ব্যাটারি, রেডমি নোট ১২ প্রো-প্লাসে ব্যবহার করা হয়েছে ৪৩০০ এমএএইচ ব্যাটারি। চিনে ২৭ অক্টোবর রেডমি নোট ১২ সিরিজের ফোন লঞ্চ করা হলেও ভারতে কবে এই ফোন লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। রেডমি নোট ১২ সিরিজের তিনটি ফোনের দাম কত হতে পারে, সেই বিষয়েও কোম্পানির তরফ সরাসরি কিছু জানানো হয়নি। সুতরাং এই ফোনের দাম এবং সমস্ত ফিচার সম্পর্কে জানার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে।