TRENDING:

Redmi: ৫০ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬ ইঞ্চিরও বেশি এইচডি প্লাস ডিসপ্লে! Redmi-র নতুন ফোনের দাম অবাক করবে!

Last Updated:

Redmi : আগের তুলনায় আরও ভাল লুক দেওয়ার জন্য রেডমি এই নতুন ফোনের ডিজাইনের পরিবর্তন করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  রেডমি (Redmi) ভারতে লঞ্চ করেছে তাদের বেশ কয়েকটি নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তার মধ্যে রয়েছে সংস্থার লেটেস্ট ডিভাইজের বাজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোন Redmi A1। এছাড়াও রেডমি ভারতে লঞ্চ করেছে তাদের আরও দুটি নতুন ফোন। ভারতে লঞ্চ করা হয়েছে Redmi 11 Prime এবং Redmi 11 Prime 5G। ভারতে Redmi 11 Prime সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ৪জি (MediaTek 4G) এবং ফাইভ-জি (5G) চিপসেট।
advertisement

রেডমির তরফে তাদের নতুন ফোনের ডিজাইনের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আগের তুলনায় আরও ভাল লুক দেওয়ার জন্য রেডমি এই নতুন ফোনের ডিজাইনের পরিবর্তন করেছে। রেডমি নতুন Redmi A1 ফোনের ক্ষেত্রে বেসিক এন্ট্রি লেভেল ক্রেতাদের ওপর ফোকাস করা হয়েছে। রেডমির তরফে জানানো হয়েছে যে এই বাজেট স্মার্টফোনে গ্রাহকরা একটা মসৃণ অ্যান্ড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতা পাবেন।

advertisement

রেডমির নতুন ফোনের দাম -

ভারতে Redmi A1 ফোনের দাম শুরু হচ্ছে ৬,৪৯৯ টাকা থেকে। ব্যাঙ্ক ডিসকাউন্ট করে ভারতে এই ফোনের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও ভারতে Redmi 11 Prime ও Redmi 11 Prime 5G ফোনের দাম শুরু হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে। স্পেশাল ডিসকাউন্টের পর ভারতে এই ফোনের দাম ১২,৯৯৯ টাকা। আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে এই ফোনের বিক্রি শুরু হয়ে যাবে।

advertisement

রেডমির নতুন ফোনের ফিচার -

Redmi A1 ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ (MediaTek Helio A22) চিপসেট। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ভার্চুয়াল র‍্যাম এক্সপেনশন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ (5000 mAh) ব্যাটারি। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, যা এআই (AI) সেন্সর যুক্ত। এছাড়াও এই ফোনের স্টোরেজ আরও বাড়ানো যেতে পারে।

advertisement

Redmi 11 Prime ও Redmi 11 Prime 5G ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ (MediaTek Helio G99) চিপসেট এবং ৭০০

এসওসি (SoC) ডায়মেনসিটি। এই দুটি ফোনে ব্যবহার করা হয়েছে ৬ জিবি র‍্যাম। এছাড়াও এর স্টোরেজ আরও বাড়ানো যেতে পারে। Redmi 11 Prime সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৯০ এইচজেড (90Hz) রিফ্রেশ রেট। এই ফোনের স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।

advertisement

আরও পড়ুন:  iPhone 14 থেকে উন্নত Air Pods, কী কী লঞ্চ হতে পারে Apple-এর অনুষ্ঠানে? দেখে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই ফোনে ব্যবহার করা হয়েছে EVOL ডিজাইন। 4G ভার্সনের ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। অন্য দিকে, 5G মডেলের ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এছাড়াও দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ (5000 mAH) এর ব্যাটারি, যা ২২.৫ ডব্লু চার্জিং স্পিড যুক্ত।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Redmi: ৫০ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬ ইঞ্চিরও বেশি এইচডি প্লাস ডিসপ্লে! Redmi-র নতুন ফোনের দাম অবাক করবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল