Realme 9 5G SE ফোনের ফিচার -
Realme 9 5G SE ফোনে রয়েছে 6.৬৬৬ ইঞ্চির ফুল এইচডি (HD) প্লাস এলসিডি (LCD) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪এইচজেড (Hz)। এছাড়াও এই ফোনে রয়েছে ২৪০এইচজেড টাচ স্যামপ্লিং রেট। এই ফোনে রয়েছে ৬ লেভেল স্মার্ট অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট যা ৩০এইচজেড থেকে ১৪৪এইচজেড। Realme 9 5G SE ফোনে রয়েছে স্ন্যাপড্র্যাগন ৭৭৮জি এসওসি (Snyapdragon 778G SoC)। এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৪৮এমপি (MP) প্রাইমারি ক্যামেরা, ২এমপি ব্ল্যাক এবং হোয়াইট লেন্স এবং ২এমপি ম্যাক্রো লেন্স। Realme 9 5G SE ফোনের সামনে রয়েছে ১৬এমপির সেলফি ক্যামেরা। এছাড়াও Realme 9 5G SE ফোনে রয়েছে ৫,০০০এমএএইচ (mAh) ব্যাটারি এবং ৩০ডাবলু (30W) ফাস্ট চার্জ সাপোর্ট।
advertisement
আরও পড়ুন: সকালে মাধ্যমিক ! বিকেলে ভুট্টা বিক্রি! প্রেম হালদারের লড়াই চোখে জল আনবে
Realme 9 5G SE ফোনে রয়েছে ডুয়াল ৫জি (5G) সিম কার্ড সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে মাইক্রোএসডি কার্ডের জন্য অতিরিক্ত স্লট। Realme 9 5G SE ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে। এর মধ্যে একটিতে রয়েছে ৬জিবি (GB) র্যাম (RAM) এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম হল ১৯,৯৯৯ টাকা। আরেকটিতে আছে ৮জিবি র্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম হল ২২,৯৯৯ টাকা।
Realme 9 5G SE ফোনের প্রধান আকর্ষণ -
Realme 9 5G SE ফোনে অ্যামোলেড ডিসপ্লের জায়গায় ব্যবহার করা হয়েছে ফুল এইচডি (HD) প্লাস এলসিডি। এর ফলে এর ভিজ্যুয়াল কোয়ালিটি অনেকটাই উন্নত। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ক্যামেরা।