TRENDING:

Mobile Game: প্রশ্নচিহ্নের মুখে সাইবার নিরাপত্তা, দেশে বন্ধ হতে পারে পরিচিত মোবাইল গেম! সীমা হায়দারের ঘটনাই কি দায়ী?

Last Updated:

প্রচলিত এই গেমটিকে আগামী কয়েক সপ্তাহের মধ‍্যেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহুল পরিচিত মোবাইল গেম, ব‍্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া বা বিজিআইএম-এর ভবিষ‍্যত্‍ নিয়ে ফের শুরু হয়েছে টানাপোড়েন। এই অনলাইন খেলাটির মাধ‍্যমে বিঘ্নিত হচ্ছে সাইবার নিরাপত্তা।
প্রশ্নচিহ্নের মুখে সাইবার নিরাপত্তা, দেশে বন্ধ হতে পারে পরিচিত মোবাইল গেম! সীমা হায়দারের ঘটনাই কি দায়ী
প্রশ্নচিহ্নের মুখে সাইবার নিরাপত্তা, দেশে বন্ধ হতে পারে পরিচিত মোবাইল গেম! সীমা হায়দারের ঘটনাই কি দায়ী
advertisement

এমন অভিযোগ বার বার উঠেছে। সূত্রের খবর অনুযায়ী, প্রচলিত এই গেমটিকে আগামী কয়েক সপ্তাহের মধ‍্যেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: বাড়ছে গরম, কত রাখছেন ফ্রিজের তাপমাত্রা? এই ভুলেই খারাপ হতে পারে খাবার!

এই গেমের সঙ্গে যুক্ত সীমা হায়দার এবং সচিন মীনার ঘটনা। ভারতে অবৈধ ভাবে ঢুকে পড়েছিলেন পাকিস্তানের সীমা। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

advertisement

তবে শুধু সীমা হায়দারের ঘটনা নয়, আরও একাধিক অপরাধ ঘটেছে এই গেমকে কেন্দ্র করে। সূত্রের খবর, বিজিএমআইয়ের মাধ‍্যেমে সাইবার অ‍্যাটাক করে ডেটা কালেক্ট করা হয়। দেশের নিরাপত্তার মুখে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে এই গেমটির ফলে।

দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জাতীয় সাইবার নিরাপত্তার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়ছেন, খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হতে পারে বিজিএমআই।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mobile Game: প্রশ্নচিহ্নের মুখে সাইবার নিরাপত্তা, দেশে বন্ধ হতে পারে পরিচিত মোবাইল গেম! সীমা হায়দারের ঘটনাই কি দায়ী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল