এবার Poco-ও নিয়ে আসতে চলেছে তাদের নতুন ৫জি ফোন Poco X5। জানা গিয়েছে এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। ভারতীয় বাজারে এর দাম হতে পারে ২০হাজার টাকার কম। তবে স্পেসিফিকেশনের ক্ষেত্রে কোনও ফারাক করা হবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- কষ্ট করার দিন শেষ! এবার ঘর ঝেড়ে-মুছে একদম ঝকঝকে করে দেবে রোবোট
advertisement
ভারতে Poco-এর হিমাংশু ট্যান্ডন সম্প্রতি Poco X5 5G লঞ্চের বিষয়টি জানিয়েছেন। তারপর থেকেই Poco India-র নিজস্ব হ্যান্ডেলে নতুন ডিভাইসের প্রচার চালানো হচ্ছে।
এর আগে বিশ্বের অন্য দেশে এই ফোনটি লঞ্চ করেছে। জানা যাচ্ছে গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশন থাকবে ভারতে লঞ্চ করা ফোনটিরও। তবে আনুষ্ঠানিক ভাবে সংস্থার তরফে কিছু এখনও জানান হয়নি।
টেক প্রেমীদের মধ্যে এনিয়ে অবশ্য উত্তেজনার অভাব নেই। বিশেষজ্ঞরা মনে করছেন ২০ হাজার টাকার কমে এই ফোন লঞ্চ করা হবে। সেক্ষেত্রে এর দাম দাঁড়াতে পারে ১৭ বা ১৮ হাজার টাকার আশপাশে। কারণ এই ফোনটি সম্ভবত Snapdragon 695 SoC চিপসেট-এ চালিত। এটি ফোনের দাম অনেকটাই কমাতে পারে।
Poco X5 5G-এর ভারতীয় সংস্করণে গ্লোবাল ভেরিয়েন্টের মতো ফিচারই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আর সে কথা সত্যি হলে এই ডিভাইসে থাকতে পারে একটি FHD+ রেজোলিউশন-সহ ৬.৬৭-ইঞ্চি পাঞ্চ-হোল AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং ১২০০ nits পিক ব্রাইটনেস।
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনটিকে অতিরিক্ত সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ দেওয়া হতে পারে। সেলফির জন্য, থাকতে পারে একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন- মোবাইল তো ইংরাজি শব্দ! এর বাংলা অনুবাদ কী, মিলিয়ে দেখে নিন
পিছনে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স-সহ একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম, এর মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
এতে থাকতে পারে ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০mAh ব্যাটারি। প্যাকেজে পাওয়া যাবে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং তারযুক্ত হেডফোন সংযুক্ত করার জন্য একটি ৩.৫ মিলিমিটার জ্যাক রয়েছে।