TRENDING:

দামি ফ্ল্যাগশিপ ফোনকে লজ্জায় ফেলে দিতে পারে Poco-র এই 5G ফোন, দেখে নিন এক নজরে

Last Updated:

Poco m4 5g: গত বছর ভারতে Poco নিয়ে এসেছিল M3, স্মার্টফোনের ডিজাইনে সেই থেকেই এক নতুন পথ চলা শুরু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: Poco ফোনের ডিজাইন নিয়ে তার ভক্তদের মধ্যে কোনও সংশয় নেই। সম্প্রতি নতুন ফোন Poco M4 5G-র দামের বিষয়ে ঘোষণা করা হয়েছে আর তা নিয়েই বাজারে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে।
advertisement

Poco X4 Pro 5G লঞ্চ করার কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে আরও একটি 5G ফোন লঞ্চ করাতে চলেছে Poco। এই নতুন ফোনটি হল Poco M4 5G, যা আদতে Poco M3-র উত্তরসূরী। গত বছর ভারতে Poco নিয়ে এসেছিল M3, স্মার্টফোনের ডিজাইনে সেই থেকেই এক নতুন পথ চলা শুরু।

আগামী ২৯ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে ফোনটি। সম্প্রতি Poco এক টিজারে ফোনটির ডিজাইন দেখিয়েছে। যদিও বিশদে কিছু বলা হয়নি।

advertisement

টিজারে যে রূপ দেখা গিয়েছে ফোনটির, তাতে বেশ বোঝা যাচ্ছে, Poco M4 5G যথেষ্ট আকর্ষণীয় দেখতে। নীল আর হলুদ রঙের দু’টি মডেলে পাওয়া যাবে। পিছনে Google Pixel 6-এর আদলে রয়েছে একটি কালো স্ট্যাপ। তবে এটি Pixel 6-এর থেকেও বড়। তারই মধ্যে বসানো ডুয়াল ক্যামেরা। ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাকও দেখা যাচ্ছে সংস্থার প্রকাশ করা ছবিতে। তবে সামনের দিকে কী আছে, তা কেমন দেখতে—কিছুই বোঝার উপায় নেই।

advertisement

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M4 5G ডিজাইন

আগামী ২৯ এপ্রিল একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে Poco M4 5G লঞ্চ করা হবে। টিজার থেকে জানা গিয়েছে যে, ফোনটি Flipkart-এর মাধ্যমে বিক্রি করা হবে। এর আগে গুজব রটেছিল যে Poco M4 5G টি আসলে Redmi-র আদলে গড়া একটি চিনা ফোন। বলা হয়েছিল যে, Poco M4 5G-তে ব্যবহার করা হবে পুরোন MediaTek Dimensity 7000 চিপসেট। সেই সঙ্গে থাকতে পারে 5000mAh ব্যাটারি এবং ১৮W দ্রুত তারযুক্ত চার্জিং।

advertisement

আসলে, এই ফোনটি Redmi Note 11E-এর আদলে তৈরি করা হয়ে থাকতে পারে। কারণ ক্যামেরাগুলি একইভাবে বসানো হয়েছে এবং Note 11E বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G ফোন যা Poco বিশ্ব বাজারের জন্য হিসাবে ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুন: আপনার পাঠানো গোপন WhatsApp এবার যে কেউ দেখে নিতে পারে! ডিলিট করলেও মুক্তি নেই

advertisement

এ সব গুজব যদি সত্যি হয়, তা হলে Poco-র এই ফোনটিতে থাকতে পারে ৯০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৫ ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে। মনে করা হচ্ছে এতে UFS 2.2 স্টোরেজ থাকতে পারে এবং ৬জিবি পর্যন্ত RAM থাকতে পারে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেন্সর-সহ সেলফি ক্যামেরা থাকতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভারতে Poco এই ফোনের দাম কেমন হবে তা-ই এখন দেখার বিষয়। এখন বাজার চলতি Poco M4 Pro 5G-এর দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকায়। এর থেকে অন্তত পক্ষে ২০০০ টাকা কম দাম রাখা হতে পারে নতুন ফোনটির। ফলে এটিই হতে চলেছে সব থেকে সাশ্রয়ী ফোন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দামি ফ্ল্যাগশিপ ফোনকে লজ্জায় ফেলে দিতে পারে Poco-র এই 5G ফোন, দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল