TRENDING:

Storage: স্টোরেজ ড্রাইভে বড় ছাড়! অভাবনীয় দামে পাওয়া যাবে ১.৫ টিবি স্টোরেজ

Last Updated:

অনেকেই জানেন না SSD স্টোরেজ ড্রাইভেও পাওয়া যাচ্ছে দারুন ছাড়। অত্যন্ত প্রয়োজনীয় এই জিনিসটি সাশ্রয়ী মূল্যে কিনে ফেলা যেতে পারে এই সুযোগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ উৎসব মরশুমে ই-কমার্স সংস্থাগুলি দারুন ছাড়ের বন্দোবস্ত করেছে। ফ্রিজ, টিV, মোবাইল ফোন থেকে শুরু করে বাসনপত্র বা জামা-কাপড়, সব কিছুই পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দামে। এই পরিস্থিতিতে অনেকেই কেনাকাটা সেরে ফেলেছেন।
স্টোরেজ ড্রাইভে বড় ছাড়! অভাবনীয় দামে পাওয়া যাবে ১.৫ টিবি স্টোরেজ
স্টোরেজ ড্রাইভে বড় ছাড়! অভাবনীয় দামে পাওয়া যাবে ১.৫ টিবি স্টোরেজ
advertisement

আরও পড়ুনঃ উৎসব মরশুমে ঘরে আনুন Apple ডিভাইস! বড় ছাড় ঘোষণা করতে চলেছে সংস্থা

কিন্তু অনেকেই জানেন না SSD স্টোরেজ ড্রাইভেও পাওয়া যাচ্ছে দারুন ছাড়। অত্যন্ত প্রয়োজনীয় এই জিনিসটি সাশ্রয়ী মূল্যে কিনে ফেলা যেতে পারে এই সুযোগে। SanDisk, Samsung, Western Digital-এর মতো নামী সংস্থার স্টোরেজ পণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। কত দামে কোন ডিভাইসটি কিনে নেওয়া যায় বিশেষ ছাড়ে, রইল সেরার তালিকা—

advertisement

SanDisk 1TB EXTREME SSD—

SanDisk-এর Extreme SSD ড্রাইভটি ভারতে কিনতে পাওয়া যায় অনলাইনে। সাধারণত এই ড্রাইভের দাম হয়ে থাকে ২৫ হাজার টাকার বেশি। কিন্তু অনলাইনে বিশেষ ছাড়ে এটি কিনে নেওয়া যেতে পারে ৮ হাজার টাকার কম দামে। এই ড্রাইভের ১ টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে ৭,১৯৯ টাকা।

Samsung T7 SHIELD 1TB SSD—

advertisement

Samsung-এর T-সিরিজ SSD ড্রাইভ পোর্টেবল। এর সাহায্যে ডেটা স্থানান্তর দ্রুত হয় শুধু তাই নয়, বরং তথ্য কোরাপ্ট হয়ে যাওয়া থেকেও বাঁচায়। IP65 রেটিং-সহ এই ড্রাইভ ধুলো এবং জল প্রতিরোধী। Samsung-এর এই SSD ড্রাইভের দাম ১৮ হাজার টাকার উপরে। কিন্তু এখন তা পাওয়া যাচ্ছে মাত্র ৭,০৯৯ টাকায়।

Western Digital My Passport 5TB—

advertisement

WD-এর প্লাগ-এন্ড-প্লে হার্ড ড্রাইভ ৫ টিবি স্টোরেজের দাম ২০ হাজারর বেশি টাকা। কিন্তু এই সপ্তাহে বিশেষ ছাড়ে তা পাওয়া যাবে প্রায় ৫০ শতাংশ কম দামে। অটোমেটিক ডেটা ব্যাকআপ, উইন্ডোজ সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই ড্রাইভ কিনে নেওয়া যাবে মাত্র ১০,৪৯৯৯ টাকায়।

HP P500 Portable SSD 500GB

advertisement

HP P500-এর দ্রুত ডেটা স্থানান্তর তো হয়ই, পাশাপাশি তা বছরের পর বছর সুরক্ষিত থাকে। ১ টিবি বা ২টিবি ড্রাইভের প্রয়োজন না হলে ৫০০ জিবি-র এই ড্রাইভটি কিনে নেওয়া যেতেই পারে। খরচ হবে মাত্র ৩,৮৯৯ টাকা।

Western Digital Elements Drive 1.5 TB

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৫ হাজার টাকার কমে আরও হার্ড ড্রাইভ পাওয়া যেতে পারে। ১.৫ টিবি স্টোরেজ-সহ এই পোর্টেবল স্টোরেজ ড্রাইভটি দ্রুত ডেটা স্থানান্তরের জন্য USB 3.0 কানেকটিভিটি সাপোর্ট করে। দাম পড়বে মাত্র ৪,৯৯৯ টাকা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Storage: স্টোরেজ ড্রাইভে বড় ছাড়! অভাবনীয় দামে পাওয়া যাবে ১.৫ টিবি স্টোরেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল