কী সুবিধা রয়েছে পেটিএম অ্যাপের এই নতুন ফিচারে ? পিওএস-এর মারফত ডেবিট ও ক্রেডিট কার্ড থেকেও টাকা মেটানো যাবে কার্ড ঘষার যন্ত্র না থাকলেও ৷ কিন্তু গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এই অ্যাপে পুরোপুরি সুরক্ষিত থাকছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে শিল্পমহল ৷
তবে আপাতত পেটিএম অ্যাপে পিওএস ফিচারটি তুলে নেওয়া হলেও ভবিষ্যতে সেটিকে পুরোপুরি সুরক্ষিত নিশ্চিত করেই বাজারে আনা হবে বলে জানিয়েছে সংস্থা ৷ তাদের দাবি, এই অ্যাপ দিয়ে লেনেদেনের সময়ে গ্রাহকের কার্ডের তথ্য সংস্থা অ্যাপ বা সার্ভারে জমা থাকে না ৷ তাই এতে লেনদেনে কোনও ভয় নেই গ্রাহকদের ৷
advertisement
Location :
First Published :
November 26, 2016 9:00 AM IST