কিন্তু, এবার আফসোসের পালা পালা শেষ হতে চলেছে । জিমেল থেকে পাঠানো ইমেল 'সেন্ড' করার ৩০ সেকেন্ডের মধ্যে আপনি চাইলে বাতিল করতে পারবেন ! জিমেল-এর ওয়েব ভার্সন ও অ্যান্ড্রয়েড অ্যাপে আসছে 'আনডু' বাটন। এই ফিচারটির মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেল 'সেন্ড' করার ৩০ সেকেন্ডের মধ্যে ক্যানসেল করা যাবে। যাঁরা জিমেল-এর ওয়েব ভার্সন ব্যবহার করছেন, তাঁরা ইতিমধ্যেই এই সুবিধা পাচ্ছেন। এবার থেকে এই ফিচার পাওয়া যাবে জিমেল অ্যাপ-এও। জানা গিয়েছে, জিমেল-এর ৮.৭ সংস্করণে এই ফিচারটি থাকবে।
advertisement
Location :
First Published :
August 24, 2018 12:10 PM IST