TRENDING:

মেল 'সেন্ড' করেও তা বাতিল করতে পারবেন ! জেনে নিন কীভাবে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইমেল পাঠানোর পর, অনেকসময়েই মনে হয়, ইসস! একবার যদি মেলটা ফেরত আনা যেত! অল্প কিছু সংশোধন করে পাঠালে কী ভালই না হত! নিদেনপক্ষে যদি বাতিলও করা যেত ! কিন্তু মেল পাঠানো একদম যেন টিউব থেকে বেরনো পেস্ট-এর মতো! একবার 'সেন্ড' অপশন ক্লিক করে ফেলেছেন তো কেল্লা ফতে! পেস্ট আর টিউব-এ ঢোকানো যাবে না!
advertisement

কিন্তু, এবার আফসোসের পালা পালা শেষ হতে চলেছে । জিমেল থেকে পাঠানো ইমেল 'সেন্ড' করার ৩০ সেকেন্ডের মধ্যে আপনি চাইলে বাতিল করতে পারবেন ! জিমেল-এর ওয়েব ভার্সন ও অ্যান্ড্রয়েড অ্যাপে আসছে 'আনডু' বাটন। এই ফিচারটির মাধ্যমে পাঠিয়ে দেওয়া মেল 'সেন্ড' করার ৩০ সেকেন্ডের মধ্যে ক্যানসেল করা যাবে। যাঁরা জিমেল-এর ওয়েব ভার্সন ব্যবহার করছেন, তাঁরা ইতিমধ্যেই এই সুবিধা পাচ্ছেন। এবার থেকে এই ফিচার পাওয়া যাবে জিমেল অ্যাপ-এও। জানা গিয়েছে, জিমেল-এর ৮.৭ সংস্করণে এই ফিচারটি থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মেল 'সেন্ড' করেও তা বাতিল করতে পারবেন ! জেনে নিন কীভাবে