TRENDING:

ফোন নম্বর ব্যবহার না করেই খোলা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট; জেনে নিন পদ্ধতি

Last Updated:

এমন অনেকেই রয়েছেন যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও অন্যদের নিজেদের মোবাইল নম্বর জানাতে চান না। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বের সব থেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বের সব থেকে বেশি প্রযুক্তি নির্ভর মানুষ ব্যক্তিগত চ্যাটের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তবে এই অ্যাপ ব্যবহার করার জন্য একটি ফোন নম্বর খুবই জরুরি। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও অন্যদের নিজেদের মোবাইল নম্বর জানাতে চান না। এ জন্য অনেকেই নিজেদের ব্যক্তিগত নম্বরের বদলে অন্য নম্বর নিতে বাধ্য হন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বজায় রাখার জন্য। কিন্তু অনেকেই জানেন না যে বিনা নম্বরেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement

অনেকেই চান নিজেদের মোবাইল নম্বর অন্যদের না জানতে দিতে। অথচ তাঁদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই হয়। যাঁরা বিকল্প খুঁজছেন তাঁরা খুব সহজে একটি পথ অবলম্বন করতে পারেন। এর জন্য সহজ কয়েকটি ধাপ পেরিয়ে যেতে হবে। বিনা নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য ভার্চুয়াল নম্বরের প্রয়োজন হবে। ভার্চুয়াল নম্বরের মাধ্যমে অন্যদের নিজেদের ব্যক্তিগত নম্বর না জানিয়েও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

advertisement

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

বিনা নম্বরে কী ভাবে চালু হবে হোয়াটসঅ্যাপ -

- এ জন্য প্রথমেই প্লে স্টোর থেকে বিনামূল্য ‘টেক্সট নাও’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

- এরপর ‘টেক্সট নাও’ অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে লগ-ইন করতে হবে।

advertisement

- এরপর সেখানে ইউএস এবং কানাডায় চলে এমন পাঁচটি বিনামূল্য নম্বরের একটি তালিকা পাওয়া যাবে।

- যে কেউ নিজেদের পছন্দের নম্বর বেছে নিতে পারবেন। সেই ভার্চুয়াল নম্বরের মাধ্যমে ইন্টারনেট কল করা যাবে এবং মেসেজও করা যাবে।

- এরপর হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন করার সময় নিজেদের পছন্দ করা ভার্চুয়াল নম্বর যুক্ত করে দিতে হবে।

advertisement

- এরপর দেশের কোড হিসাবে ইউএস এবং কানাডার কোড দিতে হবে। এই সময় মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে ‘টেক্সট নাও’ অ্যাপ চালু রাখতে হবে।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

- সেই ভার্চুয়াল নম্বরে সিকিউরিটি ওটিপির মেসেজ দেওয়া হবে না।

advertisement

- এরপর ওটিপির সময় শেষ হয়ে যাওয়ার পরে কল মি বাটনে ক্লিক করতে হবে।

- এরপর টেক্সট নাও অ্যাপে একটি মিসড কল আসবে। এই অ্যাপে থাকা ভয়েসমেলে একটি নতুন মেসেজ পপআপ আসবে।

- সেটি আসলে একটি অডিও মেসেজ। হোয়াটসঅ্যাপ-এর ভেরিফিকেশন কোড জানার জন্য সেটি শুনতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

- সেই কোড হোয়াটসঅ্যাপে এন্টার করতে হবে। এ ভাবেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোন নম্বর ব্যবহার না করেই খোলা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট; জেনে নিন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল