কিন্তু অনেক সময় Whatsapp-এর কারণে ফোনে কিছু সমস্যা দেখা দিতে পারে। Whatsapp-এ অনেকটা সময় সক্রিয় থাকার কারণে, ছবি, ভিডিও, বার্তা একে অপরের সঙ্গে শেয়ার করা হয়। এতে করে স্মার্টফোনের স্টোরেজ ধীরে ধীরে ভরে যেতে থাকে। অনেক সময়ই Whatsapp-এ আসা ছবি, ভিডিও ডিফল্টরূপে গ্যালারিতে ‘সেভ’ হয়ে যায়। অতিরিক্ত বোঝা বইতে না পেরে ফোন জবাব দিতে শুরু করে। নানা বিপত্তি দেখা যায়। তখন বেশির ভাগ মানুষই এক এক করে স্টোরেজ থেকে ছবি, ভিডিও ইত্যাদি ডিলিট করতে শুরু করেন। সেটা খুবই সময় সাপেক্ষ এবং বিরক্তিকর কাজ।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
যদিও এর সহজ সমাধান রয়েছে হাতের কাছেই। Whatsapp-এর রয়েছে একটি নিজস্ব ফিচার, যা Whatsapp-এর ‘মিডিয়া ভিজিবিলিটি’ বন্ধ করে দিতে পারে। এর মাধ্যমে, Whatsapp-এ আসা যে কোনও ছবি বা ভিডিও স্বয়ংক্রিয় ভাবে কারও ডিভাইসের গ্যালারিতে সংরক্ষিত হবে না। Whatsapp-এ সমস্ত চ্যাট এবং গ্রুপের জন্য এই পরিষেবাটি ব্যবহার করা যেতে পারে। আবার চাইলে নির্দিষ্ট চ্যাট এবং গ্রুপের জন্যও এই পরিষেবাটি নির্বাচন করে নেওয়া যেতে পারে। কী ভাবে ব্যবহার করবেন এই ফিচার, দেখে নিন এক নজরে।
অ্যান্ড্রয়েড ফোনের জন্য—
১- নিজের ফোনে WhatsApp খুলতে হবে।
২- এবার ফোনের উপরের ডানদিকে কোণায় তিনটি ডট আইকনে আলতো চাপ দিতে হবে।
৩- এখান থেকে ‘সেটিংস’ অপশনে বেছে নিতে হবে।
৪- নির্দিষ্ট চ্যাট বক্সে যেতে হবে।
৫- এখানে ‘মিডিয়া ভিজিবিলিটি’ দেখা যাবে। সেটি ‘অফ’ করে দিতে হবে।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
আইফোনের জন্য—
আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রথমেই নিজের ফোনের সেটিংস-এ যেতে হবে, তারপর ক্যামেরা রোল-এ গিয়ে ‘সেভ’ অংশ বন্ধ করে দিতে হবে।
কী ভাবে চ্যাট এবং গ্রুপ সেট আপ করা যাবে?
১- নিজের স্মার্টফোনে WhatsApp খুলে পৃথক ভাবে চ্যাট বা কোনও গ্রুপে যেতে হবে।
২- এর পর, More অপশনে গিয়ে তিনটি ডট আইকনে ট্যাপ করে View Contact or Group Info অপশনে যেতে হবে।
৩- এছাড়া, কন্ট্যাক্ট নেম বা কমিউনিটি-তে ট্যাপ করা যেতে পারে।
৪ - এর পরে নিজের ফোনে মিডিয়া ভিজিবিলিটি বন্ধ করে দিতে হবে।