TRENDING:

WhatsApp ইউজারদের জন্য দুঃসংবাদ! অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই ফিচার

Last Updated:

WhatsApp, Messenger Room নামক ফিচার সরিয়ে দিচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনপ্রিয় মোবাইল অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) বেশ কিছু সময় ধরে চর্চায় রয়েছে কারণ কোম্পানি সমস্ত iOS এবং Android ব্যবহারকারীদের জন্য multi-device বিটা টেস্ট রোল আউট করেছে। এর পাশাপাশি ফেসবুকের মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আরও অনেক ফিচার লঞ্চ করার জন্য কাজ করছে। যেমন গ্রুপ আইকন এডিটর আর অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে সমস্ত চ্যাট ট্রান্সফার। কিন্তু সেই সঙ্গে কোম্পানি হোয়াটসঅ্যাপ থেকে কিছু ফিচার্স সরিয়েও দিয়েছে। হোয়াটসঅ্যাপ নিজের একটি চর্চিত ফিচার অপসারণ করতে চলেছে বলে জানা গেছে।
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে সেই সকল অ্যাপ ব্লক করে দেওয়া হবে, যাদের ব্যবহার করে WhatsApp-এর লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস চেক করা হয়। WhatsApp প্রাইভেসি বজায় রাখার জন্য ব্লক করতে চলেছে এই ধরনের সকল থার্ড পার্টি অ্যাপ।
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে সেই সকল অ্যাপ ব্লক করে দেওয়া হবে, যাদের ব্যবহার করে WhatsApp-এর লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস চেক করা হয়। WhatsApp প্রাইভেসি বজায় রাখার জন্য ব্লক করতে চলেছে এই ধরনের সকল থার্ড পার্টি অ্যাপ।
advertisement

গত বছরে অতিমারী এবং গৃহবন্দী পরিস্থিতির কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার রুম (Messenger Room) নামক একটি ফিচার যুক্ত করা হয়েছিল। এই ফিচারটির মাধ্যমে Facebook আইডি ছাড়া সর্বোচ্চ ৫০ জনের সঙ্গে ভিডিও কলিংয়ের সুবিধা পেতেন ব্যবহারকারীরা। তবে এখন এই ফিচারটি আর পাওয়া যাবে না।

WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার রুম (Messenger Room) শর্টকাট এবার চ্যাট শেয়ার শীট থেকে সরানো হবে। এই ফিচারটি অ্যান্ড্রয়েড (বিটা ভার্সন ২.২১.১৯.১৫) এবং আইওএস (বিটা ভার্সন ২.২১.১৯০.১১) উভয় সংস্করণ থেকে সরানো হবে।

advertisement

আরও পড়ুন: নতুন iPhone? পছন্দের রিংটোন সেট করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলো

WABetaInfo অনুযায়ী, সংস্থা এই ফিচারটি (Messenger Room) ব্যবহারকারীদের উপরে নজর রাখছিল, এবং পরিসংখ্যান অনুযায়ী, এই ফিচারটিকে ইউজাররা তেমন ব্যবহার করেননি। এই কারণেই এই ফিচারটিকে সরানো হচ্ছে। হোয়াটসঅ্যাপ থেকে মেসেঞ্জার রুম শর্টকাট অপসারণের পরে, এখন ইউজাররা চ্যাটের অ্যাটাচমেন্ট সেকশনে শুধুমাত্র ‘ডকুমেন্ট’, ‘ক্যামেরা’, ‘গ্যালারি’, ‘অডিও’, ‘লোকেশন’, ‘কন্টাক্ট’-এর মত অপশনগুলি দেখতে পাবেন।

advertisement

ব্যবহারকারীরা এগুলিতে ট্যাপ করে তাদের কন্টাক্টের সঙ্গে ডেটা এবং তথ্য শেয়ার করতে পারবেন। একইসঙ্গে, হোয়াটসঅ্যাপ লেটেস্ট আইওএস বিটা ভার্সনে একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীদের একটি অস্থায়ী গ্রুপ তৈরির সময় দ্রুত গ্রুপ আইকনে ইমোজি বা স্টিকার যুক্ত করে সেটিকে সেট করতে পারবেন। এই ফিচারটি কোনও জন্মদিনের পার্টি বা কোনও একটি ইভেন্টের জন্য একটি গ্রুপ তৈরি করার সময় খুব কাজে লাগবে।

advertisement

আরও পড়ুন: কম্পিউটারের লগ ইন পাসওয়ার্ড ভুলে গেছেন? জানুন Windows 10-এ লক খোলার উপায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ‘ট্রানস্ক্রিপশন ভয়েস মেসেজ‘ নামক একটি ফিচারের ওপর কাজ করছে। যা আপাতত আইওএস প্ল্যাটফর্মে পরীক্ষাধীন থাকলেও, আগামী দিনে অ্যান্ড্রয়েড ইউজাররাও এটির সুবিধা উপভোগ করতে পারবেন। ফিচারটির সাহায্যে মূলত ভয়েস মেসেজ, টেক্সট ফরম্যাটে কপি হয়ে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp ইউজারদের জন্য দুঃসংবাদ! অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল