মার্ক জুকেরবারগ (Mark Zuckerberg) নতুন এই ফিচার সম্পর্কে প্রথম জানিয়েছিলেন। WhatsApp ভার্সন ২.২.২২.৭.৭৪ সাপোর্ট করে অ্যান্ড্রয়েড ডিভাইসে। অন্য দিকে, আইফোনে সাপোর্ট করে WhatsApp আইওএস ভার্সন ২.২২.১০.৭০। নতুন ফিচার চালু হয়ে গেলে WhatsApp-এর চ্যাট ট্রান্সফার করা যাবে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইফোনের ডিভাইসে। কয়েকটি সহজ উপায়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি
WhatsApp এর চ্যাট আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে আদানপ্রদান করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করতে হবে মুভ টু আইওএস অ্যাপ। এরপর সেটি ওপেন করে কয়েকটি স্টেপ ফলো করতে হবে।
স্টেপ ২ - এরপর WhatsApp এর তরফে রেজিস্টার আইফোনে একটি কোড সেন্ড করা হবে। এরপর সেই কোড এন্টার করতে হবে অ্যান্ড্রয়েড ফোনে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৩ - এরপর ট্রান্সফার ডেটা স্ক্রিনে গিয়ে WhatsApp সিলেক্ট করতে হবে।
স্টেপ ৪ - এরপর অ্যান্ড্রয়েড ফোনের স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর WhatsApp সেই ডেটা তৈরি করবে যা পাঠানো দরকার।
স্টেপ ৫ - এরপর সেই ডেটা এক্সপোর্টের জন্য তৈরি হয়ে গেলে, অ্যান্ড্রয়েড ফোনের WhatsApp অ্যাকাউন্ট আর কাজ করবে না।
স্টেপ ৬ - এরপর ক্লিক করতে হবে নেক্সট টু রিটার্ন অপশনে এবং আইওএস অ্যাপ মুভ করাতে হবে।
আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার
স্টেপ ৭ - এরপর নিজেদের অ্যান্ড্রয়েড ফোন থেকে ডেটা ট্রান্সফার হতে থাকবে আইফোনে। সেই সময় অপেক্ষা করতে হবে সেই ট্রান্সফার কনফার্ম হওয়ার জন্য।
স্টেপ ৮ - এরপর নিজেদের আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে লেটেস্ট ভার্সনের WhatsApp ইনস্টল করতে হবে।
স্টেপ ৯ - এরপর WhatsApp ওপেন করতে হবে এবং লগ ইন করতে হবে অ্যান্ড্রয়েড ডিভাইসে রেজিস্টার ফোন নম্বর দিয়ে।
স্টেপ ১০ - এরপর ক্লিক করতে হবে স্টার্ট অপশনে এবং সেই প্রসেস কমপ্লিট হওয়ার অপেক্ষা করতে হবে।
স্টেপ ১১ - এরপর নতুন ডিভাইসে অ্যাকটিভেট হয়ে যাবে WhatsApp-এর সমস্ত চ্যাট।
