WhatsApp-এর অনলাইন স্ট্যাটাস হাইড করার উপায় -
WhatsApp-এর ইউজাররা এখন তাঁদের অনলাইন স্ট্যাটাস হাইড করে রাখতে পারেন। আগে WhatsApp ইউজাররা শুধু লাস্ট সিন হাইড করে রাখতে পারতেন। এছাড়াও WhatsApp-এর ইউজাররা এখন হাইড করে রাখতে পারেন অনলাইন ইন্ডিকেটর। সুতরাং এখন WhatsApp-এর ইউজাররা তাঁদের লাস্ট সিন অনলাইন স্ট্যাটাস সবার থেকে, অচেনা নম্বর থেকে, নির্দিষ্ট কোনও নম্বর থেকে অথবা সবার থেকেই হাইড করে রাখতে পারেন। এই ফিচারে নতুন একটি অপশন যোগ করা হয়েছে। সেটি হল, 'হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন।' লাস্ট সিন সেটিংয়ে দুটি অপশন রয়েছে এভরিওয়ান এবং সেম অ্যাজ লাস্ট সিন।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
WhatsApp-এর গ্রুপ থেকে নিঃশব্দে বেরিয়ে যাওয়ার উপায় -
WhatsApp-এর ইউজাররা নিঃশব্দে যে কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন। এখন আর WhatsApp-এ সেই গ্রুপে দেখানো হবে কোন ইউজার গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। এখন WhatsApp -র তরফে শুধু সেই গ্রুপের অ্যাডমিনের কাছে নোটিফিকেশন পাঠানো হবে সেই ইউজার WhatsApp গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। অর্থাৎ সেই গ্রুপের অন্যান্য ইউজাররা জানতে পারবেন না কে গ্রুপ থেকে চলে গিয়েছেন।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
স্ক্রিনশট ব্লক করা ভিউ ওয়ানস মেসেজ -
ভিউ ওয়ানস মেসেজ ইউজারদের এমন মিডিয়া ফাইল সেন্ড করতে দেয় যা একজন একবারই দেখতে পারবেন। এখন আর WhatsApp-এর ইউজাররা সেই ফাইলের স্ক্রিনশট তুলতে পারবেন না। ইউজাররা যে সকল ইউজারদের ব্লক করে রাখবেন, তাঁরা আর সেই ফাইলের স্ক্রিনশট তুলতে পারবেন না।