TRENDING:

মোমো চ্যালেঞ্জ কী, কীসের আকর্ষণ থাকে মেসেজে? রইল সব তথ্য

Last Updated:

একটি জনপ্রিয় ওয়েবসাইট অনুসারে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউবে মোমো নামটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুব জনপ্রিয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  ব্ল‌ু হোয়েলের বিভীষিকাময় দিনগুলিই যেন ফিরে এল মোমো নামক আরেক অনলাইন চ্যালেঞ্জ৷ মোবাইলে সাক্ষাত্‍‌ মৃত্যু৷ চ্যালেঞ্জের ফাঁদে পড়লেই শেষ৷ বিভিন্ন রকমের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসছে এই চ্যালেঞ্জ৷
advertisement

নিলেই একের পর এক মারণ চ্যালেঞ্জ দেওয়া হবে৷ না নিলেই মেরে ফেলার হুমকি৷ টার্গেটকে স্রেফ ব্ল্যাক মেইল করেই শেষ করে দেওয়ার ফাঁদ৷

ইতিমধ্যেই ভারতে দু জনের মৃত্যু হয়েছে৷ তার মধ্যে এক ছাত্র পশ্চিমবঙ্গের কার্শিয়াঙের৷ মোমো চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করছে রাজ্য পুলিশও৷ অপরিচিত কোনও নম্বর থেকে মেসেজ এলেই থানায় জানাতে বলছে পুলিশ৷

advertisement

মোমো চ্যালেঞ্জ কী?

বলা হয়, এই চ্যালেঞ্জটি প্রথম শুরু হয় ফেসবুকে৷ যেখানে কোনও এক অপরিচিত ব্যক্তির সঙ্গে অপরিচিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়৷ এরপরই গেমটির লিঙ্ক হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে ছড়াতে শুরু করে৷ প্রথম মোমো চ্যালেঞ্জের বলি হয় আর্জেন্টিনায় ১২ বছর বয়সি একটি মেয়ে৷ নিজেকে শেষ করে দেওয়ার ভিডিয়ো সে মোবাইলে রেকর্ড করে, চ্যালেঞ্জ জেতার জন্য৷ কার সঙ্গে ওই মেয়েটি কথা বলত, তা এখনও তদন্তে জানা যায়নি৷

advertisement

চ্যালেঞ্জটির নাম মোমো কেন?

একটি জনপ্রিয় ওয়েবসাইট অনুসারে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউবে মোমো নামটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুব জনপ্রিয়৷ যেখানে একটি ভয়াবহ মুখের পুতুলের ছবি থাকে৷ শিশুরা সহজেই সেই মুখের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে৷

কী কী টাস্ক দেওয়া হয় চ্যালেঞ্জ গ্রহণের পর?

যখনই টার্গেট মোমো-র ফাঁদে পড়ে চ্যালেঞ্জ গ্রহণ করে, মোমো অ্যাকাউন্ট থেকে একের পর এক বিপজ্জনক চ্যালেঞ্জ দিতে থাকে৷ অ্যাকাউন্টে দাবি করা হয়, ওই চ্যালেঞ্জগুলি পেরতে পারলে মোমো-র সঙ্গে দেখা হবে৷ এই টাস্কগুলি বেশির ভাগই মারাত্মক৷ এবং আত্মহত্যার দিকেই নিয়ে যায় শেষ পর্যন্ত৷ যদি একটি চ্যালেঞ্জ কেউ অস্বীকার করে, তখনই শুরু হয়ে যায় মোমো-র ব্ল্যাক মেইল ও হুমকি৷

advertisement

মোমো-র ছবি

ওই ভয়াবহ মুখের ছবিটি তৈরি করেছিলেন একজন জাপানি আর্টিস্ট৷ তাঁর নাম মিদোরি হায়াসি৷ তিনি জানিয়েছেন, তিনি এই গেম সম্পর্কে কিছুই জানেন না৷ ছবিটির নাম, 'মাদার বার্ড বাই লিঙ্ক ফ্যাক্টরি'৷

কী ভাবে টার্গেট বাছা হয় এই চ্যালেঞ্জে?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যে এই চ্যালেঞ্জটি নিয়ন্ত্রণ করছে, সে সোশ্যাল মিডিয়ায় সার্চ করে বিভিন্ন প্রোফাইল৷ দেখে, কে আত্মহত্যাপ্রবণ৷ তাকেই বাছা হয় টার্গেট হিসেবে৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মোমো চ্যালেঞ্জ কী, কীসের আকর্ষণ থাকে মেসেজে? রইল সব তথ্য