TRENDING:

আইটি অ্যাডমিন ও ডেভেলপারদের দারুণ সুবিধা! Windows-এর God Mode ব্যবহার করেছেন কি?

Last Updated:

'God Mode' on Windows OS Will Let You Access All Utility Tools: ব্যবহারকারীদের সুবিধার জন্য একাধিক নতুন ফিচার আনা হচ্ছে নতুন এই অপারেটিং সিস্টেমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন আপডেট আনতে চলেছে উইন্ডোজ ১১ (Windows 11)। আগামী মাস থেকেই নতুন এই অপারেটিং সিস্টেম পাবেন ব্যবহারকারীরা। সংস্থার তরফে জানানো হয়েছে অক্টোবর মাসের ৫ তারিখ থেকে নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। তবে যারা একটু পুরনো ল্যাপটপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই আপডেট পেতে দেরি হবে। ব্যবহারকারীদের সুবিধার জন্য একাধিক নতুন ফিচার আনা হচ্ছে নতুন এই অপারেটিং সিস্টেমে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার গড মোড (God mode)।
God mode folder on Windows 10
God mode folder on Windows 10
advertisement

নতুন এই মোডে প্রায় ২০০টিরও বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ টুল পাবেন ব্যবহারকারীরা। এবং সমস্ত টুলগুলি একটি হ্যান্ডি ফোল্ডারের মধ্যে থাকবে। প্রিন্টার সেটিং, ব্রাইটনেস কন্ট্রোল সহ একাধিক ফিচার এর মধ্যে পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন- Amazon Great Indian Festival Sale 2021: কবে থেকে শুরু হচ্ছে কেনাকাটার মহোৎসব? কী কী অফার থাকছে?

advertisement

এই ফিচারের মাধ্যমে কন্ট্রোল প্যানেলের সমস্ত টুল একটি ফোল্ডারের মধ্যে পাওয়া যাবে। এবং তা ইউজারের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করবে। মূলত আইটি অ্যাডমিন এবং ডেভেলপারদের কাজের জন্য এই টুলটি আনা হয়েছে। উইন্ডোজ ১১-এর উপর এই গড মোড কাজ করবে। কী ভাবে গড মোড টার্ন অন করা সম্ভব?

স্টেপ ১- প্রথমে ডেক্সটপের উপর রাইট ক্লিক করতে হবে। এর পর সেখানে একটি ব্ল্যাঙ্ক ফোল্ডার তৈরি করতে হবে।

advertisement

স্টেপ ২- ফোল্ডারের নাম দিতে হবে- GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

স্টেপ ৩- নাম দেওয়ার পরে এন্টার বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে তা অন্যরূপে দেখাবে। সাধারণ ফোল্ডারের পরিবর্তে সেখানে দেখাবে কন্ট্রোল প্যানেলের মতো একটি আইকন। এবং তার উপর ডাবল ক্লিক করলেই গড মোডের ভিতরে প্রবেশ করা যাবে।

গড মোড অন করার পরই এবং ওই নির্দিষ্ট ফোল্ডারে ঢোকার পরে ব্যবহারকারীরা একটি লিস্ট দেখতে পাবেন। যেখানে সমস্ত ইউটিলিটি টুলস এবং সেটিংস দেখা যাবে। ওই লিস্টটি ক্যাটাগরি এবং আলফাবেটিক্যালি সাজানো থাকবে। যে কোনও টুল ইউজ করতে হলে সেই টুলের উপর ডাবল ক্লিক করে ঢুকতে হবে। ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো মিডিয়াম আইকন অথবা লার্জ আইকন করতে পারেন। একইসঙ্গে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো আইকনগুলি অন্য ফরম্যাটে সাজাতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

উইন্ডোজের তরফ থেকে কয়েক দিন আগেই জানানো হয়েছিল নতুন অপারেটিং সিস্টেম আনতে চলেছে তারা। ধীরে ধীরে সমস্ত ব্যবহারকারীরা নতুন OS ব্যবহার করতে পারবেন। তবে সবাইকে একসঙ্গে নতুন উইন্ডোজের আপডেট দেওয়া হবে না। এবং নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য সিস্টেম কনফিগারেশন কী কী লাগবে তাও সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আইটি অ্যাডমিন ও ডেভেলপারদের দারুণ সুবিধা! Windows-এর God Mode ব্যবহার করেছেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল