TRENDING:

এক ইউনিট থেকেই ঠান্ডা হবে সব ঘর! বাড়িতে কি সেন্ট্রালাইজড এসি লাগানো যায়?

Last Updated:

সেন্ট্রালাইজড এসি সিস্টেম সাধারণ বড় এলাকা ঠান্ডা করতে ব্যবহার করা হয়। প্রতিটি ঘরে এসি লাগানোর দরকার হয় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড় বড় ভবন বিশেষত কোনও সংস্থার কার্যালয়ে প্রতিটি ঘরে এসি বসানো থাকে না। বরং একটু খেয়াল করলেই দেখা যাবে ওই সব ঘরের সিলিং-এ ভেন্ট রয়েছে। যেখান থেকেই শীতল বাতাস বের হচ্ছে।
advertisement

একে ব্যবস্থাকেই সেন্ট্রালাইজড এসি সিস্টেম বলে। এই ধরনের এসি সিস্টেম তৈরি করা যেতে পারে নিজের বাড়িতেও। তবে সেটা কি আদৌ লাভজনক, কত খরচ হতে পারে, সেসম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত—

সেন্ট্রালাইজড এসি সিস্টেম সাধারণ বড় এলাকা ঠান্ডা করতে ব্যবহার করা হয়। প্রতিটি ঘরে এসি লাগানোর দরকার হয় না। এতে একটি মাত্র সেন্ট্রাল ইউনিট থাকে। এই ইউনিটে এক বা একাধিক এয়ার কন্ডিশনার থাকতে পারে।

advertisement

আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম

এইটি ইউনিটকে এক জায়গায় বসালেই সেখান থেকে শীতল বাতাস চ্যানেলের (সিলিংয়ে নেট) মাধ্যমে বিভিন্ন কক্ষ পৌঁছে দেওয়া যায়। অনেকটা বড় এলাকা দ্রুত শীতল করার জন্য এটি ব্যবহৃত হয়।

advertisement

অফিসের মতো বড় না হলেও ছোট সেন্ট্রালাইজড এসি বাড়িতে লাগানো যেতেই পারে। এর ফলে বড় মেশিনের তুলনায় কম বিদ্যুৎ খরচ হবে।

কিন্তু ঘটনা হল বাড়িতে সেন্ট্রালাইজড এসি লাগানো খুব সাশ্রয়ী নয়। কারণ, সাধারণত অফিসে অনেক মানুষ একই সময়ে আলাদা আলাদা জায়গায় বসে কাজ করেন। তাই একটি বড় এলাকা দ্রুত শীতল করার প্রয়োজন হয়।

advertisement

বাড়িতে এমনটা হয় না। সব সময় সব ঘরে যে মানুষ থাকবেন এমনটা হয় না। ফলে সেই ঘরের এসি বন্ধ করে রাখলেও চলে। কিন্তু সেন্ট্রালাইজড এসি লাগানোর পর যখনই এসি চালানো হবে, তা পুরো বাড়িকে ঠান্ডা করে দেবে। এতে অনেক বিদ্যুৎ খরচ বেশি হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও এই ধরনের এসি ইনস্টল করার খরচ খুব বেশি নয়। মাত্র ৩৫-৫০ হাজার টাকায় সেন্ট্রালাইজড এসি বসানো যেতে পারে। তবে এটি প্রারম্ভিক মূল্য। যদি কেউ উন্নততর দ্রুত কুলিং-সহ একটি সেন্ট্রালাইজড এসি ইনস্টল করতে চান, তা হলে খরচ হতে পারে ২ লক্ষ টাকা বা ​​তারও বেশি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এক ইউনিট থেকেই ঠান্ডা হবে সব ঘর! বাড়িতে কি সেন্ট্রালাইজড এসি লাগানো যায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল