টিপস্টার মুকুল শর্মা (Mukul Sharma) জানিয়েছেন যে, ট্যুইটারের নতুন এডিট ফিচারের নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোনও ইউজার যদি আপত্তিকর কিছু ট্যুইট করে ফেলেন, সেই সময় নতুন ফিচার কী ভাবে কাজ করবে, সেই বিষয়ে এখন পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন এই খবর। সেখানে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, ট্যুইটের নীচে দেখা যাবে সেই নতুন এডিট ফিচার অপশন। অর্থাৎ কোনও ইউজার যদি কোনও আপত্তিকর, ক্ষতিকর এবং প্ররোচনামুলক কোনও কনটেন্ট ট্যুইট করে তাহলে সেই ট্যুইটের নীচেই দেখা যাবে নতুন এই এডিট ফিচার অপশন। এর ফলে সেই এডিট ফিচার অপশনের মাধ্যমে সেই কনটেন্ট এডিট করা যাবে।
advertisement
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
এডিট ট্যুইট ফিচার ছাড়াও ট্যুইটার আরও একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে ইউজাররা যে কোনও পোস্টে লাইক দিতে পারেন। এ ছাড়াও ট্যুইটার নিয়ে আসতে চলেছে ডিজলাইক (Dislike) এবং ডাউনভোট (Down Vote) বাটন। এর ফলে ইউজাররা নিজেদের পছন্দ মতো রিয়্যাকশন দিতে পারবেন যে কোনও পোস্টে। এটি একটি খুব ভালো ফিচার হতে চলেছে ট্যুইটারের ইউজারদের পক্ষে।
ট্যুইটারের তরফেও জানানো হয়েছে যে, খুব তাড়াতাড়ি তারা নিয়ে আসতে চলেছে এডিট ট্যুইট ফিচার। কিন্তু, ট্যুইটার কবে সেই ফিচার চালু করতে চলেছে সেই বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। একই সঙ্গে জানা গিয়েছে যে ট্যুইটার তাদের নতুন ফিচার পরীক্ষা করার জন্য নির্দিষ্ট কিছু গ্রুপে চালু করেছে। এর ফলে মনে করা হচ্ছে নতুন এই ফিচার সকল ইউজারদের জন্য চালু করা হবে না।

