যাত্রী এবং পথচারীদের নিরাপত্তার জন্যই ট্রাফিক নিয়ম তৈরি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল - সড়ক দুর্ঘটনা কমানো এবং যাতায়াতের বিষয়টাকে আরও নিরাপদ করা। কিন্তু অনেকেই ইচ্ছাকৃত ভাবে কিংবা অজান্তেই ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে ফেলেন। এতে নিজেদের তো বটেই এমনকী অন্য মানুষের নিরাপত্তাতেও ব্যাঘাত ঘটে যায়। এখানে ৩টি ট্রাফিক নিয়মের কথা বলা হল, যেগুলো ভাঙলে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। তা-হলে জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
নম্বর প্লেটের জন্য চালান কাটবে ট্রাফিক পুলিশ:
দেশে গত ১ জানুয়ারি থেকে হাই সিকিউরিটি নম্বর প্লেট বসানো বাধ্যতামূলক করা হয়েছে। ২০১৯-এর থেকে পুরনো গাড়িতেও এই নিয়ম লাগু হবে। আর না-থাকলে ১০ হাজার টাকা পর্যন্ত চালান দিতে হতে পারে। দু’চাকা কিংবা চার চাকা যা-ই হোক না কেন, গাড়িতে আরটিও দ্বারা প্রত্যয়িত হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতেই হবে।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
জোরে সাইলেন্সারের জন্য জরিমানা:
বুলেটপ্রেমীরা কখনও কখনও তাঁদের বাইককে আরও স্টাইলিশ বা মডার্ন হিসেবে দর্শানোর মডিফাই করে থাকেন। ফলে বুলেটের আওয়াজ আরও বেড়ে যায়। সাধারণ বাইকেও বুলেটের সেই মজাটা আনার জন্য এমনটা করে থাকেন অনেকেই। এখন থেকে আর এই সব করা চলবে না। মোটর যান আইন অনুযায়ী, এটা করা বেআইনি। ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা পর্যন্ত হতে পারে। এমনকী ২৫ হাজার টাকার চালানও কাটতে পারে ট্রাফিক পুলিশ।
গাড়ি মডিফাই করলেই জরিমানা:
মোটরযান আইনে যে কোনও ধরনের যানবাহনের নকশায় পরিবর্তন আনাকেও ট্রাফিক নিয়ম লঙ্ঘন বলে গণ্য করা হয়েছে। ট্রাফিক পুলিশ এখন এই ধরনের বাইক এবং গাড়ি আটক করে চালান কাটছে। পরিবর্তন মানে কোম্পানির তৈরি ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তন আনা। যদি এমনটা কেউ করে থাকেন, তা-হলে তাঁকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। এমনকী গাড়ি বাজেয়াপ্তও করতে পারে ট্রাফিক পুলিশ।