TRENDING:

বড় ডিসপ্লে ও পাওয়ারফুল ব্যাটারি-সহ লঞ্চ হল Tecno Spark 8C, জেনে নিন তার দাম এবং ফিচার্স

Last Updated:

Tecno Spark 8C পাওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি থেকে জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Tecno Spark 8C specifications and price: Tecno কোম্পানি ভারতে নিয়ে এসেছে তাদের নতুন লেটেস্ট বাজেট স্মার্টফোন। কম দামে ভারতের বাজারে Tecno কোম্পানি লঞ্চ করেছে তাদের নতুন ফোন Tecno Spark 8C। ভারতের বাজারে Tecno কোম্পানি তাদের কম দামের বাজেট ফোন Tecno Spark 8C লঞ্চ করেছে সোমবার। ভারতের বাজারে Tecno কোম্পানির নতুন ফোনের দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা। এত কম দামে ভারতের বাজারে Tecno কোম্পানি লঞ্চ করেছে তাদের নতুন লেটেস্ট ফোন Tecno Spark 8C। কম দাম হলেও Tecno কোম্পানির এই লেটেস্ট ফোনে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Tecno কোম্পানির নতুন লেটেস্ট বাজেট ফোন Tecno Spark 8C-র কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
advertisement

Tecno Spark 8C ফোনের দাম -

ভারতের বাজারে এই Tecno Spark 8C ফোনের দাম হল ৭,৪৯৯ টাকা। এই ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি থেকে জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ। এই ফোনটি পাওয়া যাবে প্রায় চারটি কালারে। এগুলি হল ম্যাগনেট ব্ল্যাক, আইরিস পারপেল, টারকোয়েজ ক্যান এবং ডায়মন্ড গ্রে কালারে।

advertisement

Tecno Spark 8C ফোনের ফিচার -

Tecno Spark 8C ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস (HD+) রেজোলিউশন ডিসপ্লে, যা ৭২০ পিক্সেল সাপোর্ট যুক্ত। Tecno Spark 8C ফোনে রয়েছে ৯০এইচজেড (90Hz) রিফ্রেশ রেট, ৪৮০ নিটস পিক ব্রাইটনেস এবং আইপিএক্স২ (IPX2) রেটিং। Tecno Spark 8C ফোনে রয়েছে অক্টা-কোর চিপসেট, ৩জিবি (GB) র‍্যাম (RAM) এবং ৩জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি আরও বাড়ানো যেতে পারে। এছাড়াও Tecno Spark 8C ফোনে রয়েছে মাইক্রোএসডি (MicroSD) কার্ড স্লট। এর মাধ্যমে এই ফোনের ৬৪জিবি স্টোরেজ প্রায় ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

advertisement

আরও পড়ুন - ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলেছেন? ঘরে বসেই পাবেন ডুপ্লিকেট, জেনে নিন পদ্ধতি

আরও পড়ুন - আপনি কি মাইক্রোসফট টিমস চ্যাট ব্যবহার করেন? সাবধান! হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Tecno Spark 8C ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। Tecno Spark 8C ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেন্সর এবং সেকেন্ডারি এআই সেন্সর। এছাড়াও এই Tecno Spark 8C ফোনে রয়েছে এআই বিউটি ৩.০, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি ইত্যাদি। Tecno Spark 8C ফোনের সামনের দিকে রয়েছে প্রায় ৮ মেগাপিক্সেলের সেন্সর। Tecno Spark 8C ফোনে রয়েছে ৫,০০০এমএএইচ (mAh) ব্যাটারি যা আলট্রা পাওয়ার সেভিং মোড যুক্ত। Tecno Spark 8C ফোনে রয়েছে ওয়াই-ফাই সাপোর্ট, ৪জি এলটিই (LTE) সাপোর্ট, এফএম (FM) রেডিও, জিপিএস (GPS) এবং ব্লুটুথ।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বড় ডিসপ্লে ও পাওয়ারফুল ব্যাটারি-সহ লঞ্চ হল Tecno Spark 8C, জেনে নিন তার দাম এবং ফিচার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল