TRENDING:

ইন্টারনেট ছাড়াই Gmail থেকে পাঠান ইমেল, জেনে নিন সহজ পদ্ধতি

Last Updated:

অবাক লাগলেও এটাই বাস্তব। ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে Gmail!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্টারনেট নিয়ে সমস্যার শেষ নেই। সে যেন এই আছি এই নেই, আমি যেন পাখি মেলে পাখনা। গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এখনই, এদিকে ইন্টারনেটের দেখা নেই। মেল পাঠাতে হবে, কিন্তু ইন্টারনেটের জন্য বসে থাকতে হচ্ছে। না, সে দিনের এবার বোধ হয় শেষ। এবার ইন্টারনেট ছাড়াও মেল ​​পাঠানো যাবে। অবাক লাগলেও এটাই বাস্তব।
advertisement

এবার থেকে আমরা mail.google.com-এ গিয়ে ইন্টারনেট না থাকলেও আমাদের Gmail মেল পড়তে এবং জবাব দিতে পারব। শুধু তাই নয়, ইন্টারনেট ছাড়াই আমরা পুরনো মেলও খুঁজে বের করতে পারব, আর এর জন্য আমাদের শুধু Chrome ব্রাউজারে mail.google.com বুকমার্ক করতে হবে।

ব্যবহার করা যাক ক্রোম ব্রাউজার -

তবে মনে রাখা দরকার- আপাতত শুধুমাত্র Chrome ব্রাউজারেই অফলাইন Gmail ব্যবহার করতে পারব আমরা। ক্রোম ছাড়া অন্য ব্রাউজারে এই সুযোগ আপাতত মিলবে না। তাই আমাদের ডিভাইসে Chrome ডাউনলোড করতে হবে। এছাড়াও, আমরা ক্রোমে অফলাইন মেল সহজে পাওয়ার জন্য বুকমার্ক করেও রাখতে পারি।

advertisement

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

ইন্টারনেট ছাড়া কীভাবে পাঠানো যাবে ই-মেল -

ইন্টারনেট ছাড়া ই-মেল পাঠাতে, প্রথমে আমাদের কম্পিউটার বা মোবাইলে Chrome ব্রাউজার ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এর পরে আমরা ইচ্ছেমতো Chrome ব্রাউজার উইন্ডোতে অফলাইন Gmail ব্যবহার করতে পারব। তার জন্য Gmail অফলাইন সেটিংসে যেতে হবে বা এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://mail.google.com/mail/u/0/#settings/offline।

advertisement

এর পরই চালু হবে অফলাইন মেল ​। এবার আমরা পছন্দ করে নিতে পারব যে কত দিনের মেল আমাদের অফলাইনে চাই৷ সেটা ঠিক করার পর Save Changes-এ ক্লিক করে সেটিংসটা সেভ (Save) করে নিলেই হল।

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

advertisement

বুকমার্ক করা যাবে Gmail -

সেরা ভিডিও

আরও দেখুন
মন্থার প্রভাবে উত্তাল রাতের দিঘা! এত্ত ক্ষতি- মাথায় হাত হোটেল মালিক থেকে দোকানদারদের
আরও দেখুন

অফলাইনে Gmail ব্যবহার করার জন্য Gmail-কে বুকমার্ক করেও রাখতে পারি আমরা। যখন ইচ্ছে ইন্টারনেট ছাড়া অফলাইনে মেল পড়তে হলে Gmail-এর ইনবক্স বুকমার্ক করে রাখা যায়। এর জন্য আমাদের Gmail ইনবক্স Chrome-এ খুলতে হবে এবং অ্যাড্রেস বারের ডান পাশের তারা বা স্টার চিহ্নতে ক্লিক করতে হবে। এবার বুকমার্ক থেকে সহজেই ঢুকে পড়া যাবে Gmail ইনবক্সে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ইন্টারনেট ছাড়াই Gmail থেকে পাঠান ইমেল, জেনে নিন সহজ পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল