TRENDING:

এবার স্মার্টফোন থেকেও নেওয়া যাবে ফুল পেজ Screenshot, দেখে নিন সহজ পদ্ধতি

Last Updated:

স্মার্টফোন থেকে ফুল পেজ স্ক্রিনশট নিতে চান! এই একটি অ্যাপই হবে মুশকিল আসান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোনও গুরুত্বপূর্ণ নথি, ছবি বা মেসেজ স্টোর করে রাখার জন্য স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই স্ক্রিনশট তোলা যায়। অনেক সময় স্মার্টফোনের মাধ্যমে ওয়েবসাইটে কাজ করার সময় ফুল পেজ স্ক্রিনশট তোলার প্রয়োজন হয়। এ জন্য স্মার্টফোনের ব্যবহারকারীরা এক একটি পেজের স্ক্রিনশট তোলেন। এরপর সেটি আলাদা আলাদা শেয়ার করেন। কিন্তু, এখন ফুল পেজ স্ক্রিনশট তোলার জন্য আলাদা আলাদা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই।
advertisement

গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করার পরে তার সাহায্যেই ফুল পেজ স্ক্রিনশট নেওয়া সম্ভব। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। স্মার্টফোনে ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য মেনে চলতে হবে কয়েকটি সহজ ধাপ। এক নজরে দেখে নেওয়া যাক সেই পদ্ধতি—

স্ক্রিনশট নেওয়ার জন্য স্মার্টফোনে ডাউনলোড করতে হবে এই অ্যাপ -

advertisement

ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য স্মার্টফোনে ডাউনলোড করতে হবে একটি অ্যাপ। এই অ্যাপর নাম হল ScreenMaster: Screenshot & Longhot Photo markup। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপর সাহায্যে ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও তৈরি করাও সম্ভব। এর সাহায্যে স্ক্রিনশট ক্রপ করা যাবে।

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

advertisement

স্মার্টফোনে ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার উপায় -

১ - স্মার্টফোনে ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য সবার প্রথমে ScreenMaster অ্যাপ ডাউনলোড করতে হবে।

২ - এরপর সেই অ্যাপ খুলতে হবে।

৩ - এরপর টার্ন অফ স্ক্রিন ক্যাপচার অপশনে ক্লিক করতে হবে।

৪ - এরপর ওয়েবসাইটকে জুম করে ছোট করে নিতে হবে।

advertisement

৫ - পুরো পেজ স্ক্রিনে আসার পরে স্ক্রিন ক্যাপচার অন করতে হবে।

৬ - এরপর একসঙ্গে ফুল পেজের স্ক্রিনশট নেওয়া সম্ভব।

৭ - স্ক্রিনশট শেয়ার করার জন্য সেন্ড বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

advertisement

৮ - আওয়াজের সঙ্গেই এই অ্যাপর মাধ্যমে স্ক্রিনশট নেওয়া সম্ভব।

স্ক্রিন রেকর্ডিং করার উপায় -

১ - সাধারণত স্মার্টফোনে স্ক্রিন রেকর্ডিংয়ের অপশন দেওয়া থাকে।

২ - যদি স্মার্টফোনে সেই ফিচার দেওয়া না থাকে, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করতে হবে।

৩ - এই অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনামূল্যেতে ডাউনলোড করতে পারেন।

৪ - ডাউনলোড করার পরে সেই অ্যাপ খুলতে হবে।

৫ - এরপর স্টার্ট স্ক্রিন রেকর্ডিং অপশনে ক্লিক করতে হবে।

৬ - এরপর স্মার্টফোনে স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

৭ - স্ক্রিন রেকর্ডিং বন্ধ করার জন্য স্টপ বাটনে ক্লিক করতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার স্মার্টফোন থেকেও নেওয়া যাবে ফুল পেজ Screenshot, দেখে নিন সহজ পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল