TRENDING:

ভিডিও থেকে সহজেই তৈরি হবে ক্লিপ, YouTube-এর যেটুকু দরকার পাঠান যাকে খুশি! দেখে নিন কীভাবে

Last Updated:

ইউটিউবের পুরো ভিডিওর লিঙ্ক শেয়ার না করে সেই ভিডিওর একটি ছোট অংশ নিজেদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ইউটিউবারদের সংখ্যা। ইউটিউবাররা তাদের YouTube ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বেশি সংখ্যায় ইউজারদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এর জন্য প্রায় সকলেই নিজেদের ইউটিউব ভিডিওর লিঙ্ক নিজেদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করে। কিন্তু ইউটিউবের পুরো ভিডিওর লিঙ্ক শেয়ার না করে সেই ভিডিওর একটি ছোট অংশ নিজেদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করা যায়। এর জন্য ইউটিউব ক্লিপ ফিচার ব্যবহার করতে হবে। এই ক্লিপের সঙ্গে ভিডিওর লিঙ্ক শেয়ার করা সম্ভব।
advertisement

ইউটিউবে ইউজারদের জন্য রয়েছে ইউটিউব ক্লিপস ফিচার। ইউটিউবের এই ফিচার ব্যবহার করে ইউটিউবের ভিডিওর যে কোনও গুরুত্বপূর্ণ অংশ কেটে সেটি নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করা যায়। এছাড়াও সেই ক্লিপের সঙ্গে সেই ভিডিওর লিঙ্ক শেয়ার করা সম্ভব। এক্ষেত্রে যাকে সেই ভিডিওর ক্লিপ পাঠানো হয়েছে, সে সেই লিঙ্কে ক্লিক করলেই ভিডিওর সেই অংশটি সবার প্রথমে প্লে হবে।

advertisement

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

ইউটিউব ক্লিপস ফিচার -

ইউটিউবের এই ফিচার ব্যবহার করার জন্য সবার প্রথমে স্মার্টফোনে ইউটিউব অ্যাপ খুলতে হবে। এরপর সেই ভিডিও খুলতে হবে, যেটি ইউজাররা শেয়ার করতে চায়। সেই ইউটিউব ভিডিওর নিচে লাইক, ডিসলাইক, শেয়ার, ডাউনলোড ইত্যাদির মতো ফিচার দেখা যাবে। এই সকল ফিচারের সঙ্গেই সেখানে ক্লিপ নামের একটি অপশন দেখা যাবে। এবার সেই ক্লিপ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেই ক্লিপের নতুন নাম দিতে হবে। এবার সেই ভিডিও কাটার জন্য ইউটিউব ভিডিও এডিট করার অপশন পাওয়া যাবে। এখানে ইউজাররা নিজেদের পছন্দমতো সেই ইউটিউব ভিডিওর বিশেষ অংশ ট্রিম করে কেটে নিতে পারবে। ইউটিউবের সেই ভিডিও এডিটিং করা হয়ে গেলে, শেয়ার ক্লিপ বাটন ক্লিক করতে হবে। একই সঙ্গে সেই ভিডিওর লিঙ্ক কপি করে শেয়ার করতে হবে।

advertisement

ইউটিউব হ্যান্ডেল ফিচার -

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সম্প্রতি জানা গিয়েছিল যে ইউটিউব তাদের ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে অ্যাকাউন্ট হ্যান্ডেল ফিচার। এই অ্যাকাউন্ট হ্যান্ডেল ফিচার ইনস্টাট্রাগ্রাম, ট্যুইটার এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মজুত রয়েছে। জানা গিয়েছে যে ইউটিউবের ইউজাররাও খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারবে এই ফিচার। রিপোর্ট অনুযায়ী ইউটিউবের তরফে এই ফিচার নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এই ফিচার চালু হয়ে গেলে ইউটিউবের সকল ক্রিয়েটর এবং ভিউয়ার্সদের নিজেদের ইউটিউব হ্যান্ডেল হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভিডিও থেকে সহজেই তৈরি হবে ক্লিপ, YouTube-এর যেটুকু দরকার পাঠান যাকে খুশি! দেখে নিন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল