TRENDING:

গোপন কিছু সার্চ করার জন্য কি Incognito Mode ব্যবহার করছেন? এর হিস্ট্রিও করা যায় চেক

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক, ইনকগনিটো মোডের সকল খুঁটিনাটি বিষয় এবং ইনকগনিটো মোডের ইতিহাস ডিলিট করার উপায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুগল ক্রোম ব্রাউজারে যে কোনও কিছু সার্চ করার পরে হিস্ট্রি চেক করে যে কোনও তথ্য পাওয়া সম্ভব। এই কারণে, বেশির ভাগ ইউজার কিছু গুরুত্বপূর্ণ কাজ করার পরে তা গুগল ক্রোম ব্রাউজার থেকে চিরতরে মুছে ফেলেন। অন্য দিকে, কিছু ইউজার ইনকগনিটো মোডকে খুব নিরাপদ বলে মনে করেন। ইনকগনিটো মোডকে নিরাপদ বিবেচনা করে, কিছু ইউজার ব্যক্তিগত বিষয়গুলি অনুসন্ধান করতে এই মোডের সাহায্য নিয়েথাকেন।
advertisement

কিন্তু এটা কি আদৌ সম্পূর্ণ নিরাপদ? আসলে অনেকেই হয়তো জানেন না যে, ইনকগনিটো মোড ব্যবহার করার পরে কোনও সফ্টওয়্যার ছাড়াই এর ইতিহাস চেক করা সম্ভব। আবার সময় মতো এটি মুছে ফেলাও খুবই সহজ। এক নজরে দেখে নেওয়া যাক, ইনকগনিটো মোডের সকল খুঁটিনাটি বিষয় এবং ইনকগনিটো মোডের ইতিহাস ডিলিট করার উপায়।

advertisement

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

ইনকগনিটো মোড ব্যবহার করার সময় ব্যবহারকারীরা যে ভুলগুলি করে থাকেন:

বেশির ভাগ ইউজার ইনকগনিটো মোডকে খুবই নিরাপদ বলে মনে করে থাকেন। এর মধ্যে কিছু অ্যাডভান্স ফিচার্স পাওয়ার জেরে ব্যবহারকারীরা এটি অত্যন্ত বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন। কিন্তু হিস্ট্রি এবং বুকমার্ক ডেটা ডিলিট করতেই ভুলে যান। কিছু ইউজার আবার এটা ভেবে ডিলিট করেন না যে, এই হিস্ট্রি সহজ উপায়ে চেক করা যাবে না। তবে ক্রোম ব্রাউজারের সেটিংস হিস্ট্রিতে ক্লিক করে এটি চেক করা যাবে না। যে ইউজাররা এটি ব্যবহার করেন, তাঁদের অবশ্যই এই হিস্ট্রি মুছে ফেলার বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন।

advertisement

ইনকগনিটো মোডের হিস্ট্রি দেখার উপায়:

১) ইনকগনিটো মোডের ডিলিট করা ইতিহাস চেক করার প্রথমেই উইন্ডোজ ল্যাপটপের সার্চ বারের উপর ক্লিক করে command prompt-এ ক্লিক করতে হবে।

২) এখানে ইউজাররা কিছু অপশন দেখতে পাবেন, এর মধ্যে 'run as administrator'-এর উপর ক্লিক করতে হবে।

৩) ‘command prompt’ সম্পূর্ণ রূপে খোলার পরে এতে ipconfig/ displaydns লিখে টাইপ করতে হবে।

advertisement

৪) এর পর এন্টারে ক্লিক করে খুব সহজেই তারিখ এবং সময়-সহ ইনকগনিটো মোডের ইতিহাস পরীক্ষা করা যেতে পারে।

ইনকগনিটো মোডের হিস্ট্রি ডিলিট করার উপায়:

১) ইনকগনিটো মোডের ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে ব্রাউজারটি খুলতে হবে।

২) এতে chrome://net-internals/#dns লিখে একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে।

advertisement

৩) এর পর chrome://net-internals/#dns সার্চ করতে হবে।

৪) এখানে ইউজাররা ইভেন্ট, প্রক্সি, ডিএনএস এবং সকেট দেখা যাবে। এর মধ্যে থেকে DNS-এর উপরে ক্লিক করতে হবে।

৫) এর পর ‘host resolver cache’-তে ক্লিক করতে হবে। এ-বার ‘clear host cache’-র উপর ক্লিক করে তা ডিলিট করতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গোপন কিছু সার্চ করার জন্য কি Incognito Mode ব্যবহার করছেন? এর হিস্ট্রিও করা যায় চেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল