TRENDING:

FASTag নেননি এখনও! এই সহজ পদ্ধতিতে ঘরে বসেই পেতে পারেন পরিষেবা

Last Updated:

এ ক্ষেত্রে যাঁরা এখনও FASTag –এর ব্যবস্থা করেননি নিজেদের গাড়ির জন্য, তাঁরা খুব সহজেই ব্যবস্থায় যুক্ত হতে পারেন। নানা রকম পদ্ধতি রয়েছে। এমনকী পেটিএম-এর মাধ্যমেও তা করা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জাতীয় সড়কে যানজট এড়িয়ে খুব সহজে যাতায়াত করার জন্য সারা দেশে চালু করা হয়েছে FASTag পরিষেবা। এই বিশেষ পদ্ধতিতে গাড়ি মালিকদের থেকে কর সংগ্রহ করা হয়। এটি সম্পূর্ণ ‘ক্যাশলেস মডেলে’ চলে। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ভারত সরকারের তরফে সমস্ত চার ও ততোধিক চাকার গাড়ির ক্ষেত্রে এই FASTag বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে যাঁরা এই নিয়ম পালন করেন না, তাঁদের দ্বিগুণ কর দিতে হয়।
advertisement

এ ক্ষেত্রে যাঁরা এখনও FASTag –এর ব্যবস্থা করেননি নিজেদের গাড়ির জন্য, তাঁরা খুব সহজেই ব্যবস্থায় যুক্ত হতে পারেন। নানা রকম পদ্ধতি রয়েছে। এমনকী পেটিএম-এর মাধ্যমেও তা করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

১. পেটিএম অ্যাপের মাধ্যমে -

  • - এ জন্য প্রথমে পেটিএম অ্যাপ খুলতে হবে এবং সিলেক্ট করতে হবে DIY FASTag ফর্ম।
  • advertisement

  • - এরপর নিজেদের ডেলিভারি ঠিকানা দিতে হবে এবং ক্লিক করতে হবে ‘বাই নাও’ বোতামে।

  • - এরপর সেই পোর্টালে নিজেদের বিভিন্ন ধরনের নথি আপলোড করতে হবে।

  • - পেমেন্ট করা হয়ে গেলে FASTag কয়েকদিনের মধ্যেই সেই ঠিকানায় পৌঁছে হয়ে যাবে।
  • advertisement

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

২. ব্যাঙ্কের মাধ্যমে -

  • FASTag-এর সুবিধা পাওয়ার জন্য যে কোনও ব্যাঙ্কে যোগাযোগ করা যেতে পারে। যে কোনও ব্যাঙ্কে গিয়ে FASTag অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
  • advertisement

  • অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিজেদের প্রয়োজনীয় নথি জমা করতে হবে।

  •  এরপর মূল্য জমা করতে হবে।

  • কয়েকদিনের মধ্যেই নিজেদের ঠিকানায় FASTag ডেলিভারি হয়ে যাবে।

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

advertisement

৩. টোল বুথের মাধ্যমে -

  • টোলপ্লাজায় অবস্থিত যে কোনও সেল টার্মিনালে উপস্থিত হতে হবে।

  • এ ক্ষেত্রে সেখানে গিয়ে FASTag অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য নিজেদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যের আসল এবং ফোটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ টোলপ্লাজাতেই সেগুলি যাচাই করে দেখা হবে।

  • এরপর সেখানে উপস্থিত এজেন্সির সদস্যরা সমস্ত নথি যাচাই করবেন।

  • একবার নিজেদের গাড়ির রেজিস্ট্রেশন হয়ে গেলে, সেখানে উপস্থিত কর্মী সেই গাড়ির উপর FASTag লাগিয়ে দেবেন।

৪. নির্দিষ্ট কয়েকটি দোকানে -

- এ ক্ষেত্রে পেটিএম কয়েকটি দোকানের সঙ্গে অংশীদারিত্ব করেছে FASTag বিক্রি করার জন্য।

- এ জন্য প্রথমেই নিজেদের ফোনের পেটিএম অ্যাপ ওপেন করতে হবে। এরপর FASTag সার্চ করতে হবে এবং এন্টারে প্রেস করতে হবে।

- এরপর ‘বাই ফ্রম নিয়ারবাই স্টোর’ অপশনে ক্লিক করতে হবে। এই অপশনটি রয়েছে ‘মাই পেটিএম ফাসট্যাগ’ বিভাগের মধ্যে।

- এরপর নিজেদের ডিভাইসকে অনুমতি দিতে হবে লোকেশন অ্যাক্সেস করার জন্য।

- এরপর সেখানে কাছের সমস্ত স্টোরের লিস্ট দেখা যাবে। নিজেদের পছন্দ অনুযায়ী স্টোর বেছে নিতে হবে FASTag ক্রয় করার জন্য।

- এরপর সেখান থেকে পেটিএমের মাধ্যমে কিনতে হবে FASTag।

এ ক্ষেত্রে একটি বিষয় সব সময় মনে রাখা দরকার যে FASTag অ্যাপ্লিকেশনের ফর্ম পূরণ করার সময়ই কেওয়াইসি নথি এবং ভেহিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দেওয়া প্রয়োজন।।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/অন্যান্য প্রযুক্তি/
FASTag নেননি এখনও! এই সহজ পদ্ধতিতে ঘরে বসেই পেতে পারেন পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল