এ ক্ষেত্রে যাঁরা এখনও FASTag –এর ব্যবস্থা করেননি নিজেদের গাড়ির জন্য, তাঁরা খুব সহজেই ব্যবস্থায় যুক্ত হতে পারেন। নানা রকম পদ্ধতি রয়েছে। এমনকী পেটিএম-এর মাধ্যমেও তা করা যায়। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
১. পেটিএম অ্যাপের মাধ্যমে -
- - এ জন্য প্রথমে পেটিএম অ্যাপ খুলতে হবে এবং সিলেক্ট করতে হবে DIY FASTag ফর্ম।
advertisement
- - এরপর নিজেদের ডেলিভারি ঠিকানা দিতে হবে এবং ক্লিক করতে হবে ‘বাই নাও’ বোতামে।
- - এরপর সেই পোর্টালে নিজেদের বিভিন্ন ধরনের নথি আপলোড করতে হবে।
- - পেমেন্ট করা হয়ে গেলে FASTag কয়েকদিনের মধ্যেই সেই ঠিকানায় পৌঁছে হয়ে যাবে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
২. ব্যাঙ্কের মাধ্যমে -
- FASTag-এর সুবিধা পাওয়ার জন্য যে কোনও ব্যাঙ্কে যোগাযোগ করা যেতে পারে। যে কোনও ব্যাঙ্কে গিয়ে FASTag অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
- অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিজেদের প্রয়োজনীয় নথি জমা করতে হবে।
- এরপর মূল্য জমা করতে হবে।
- কয়েকদিনের মধ্যেই নিজেদের ঠিকানায় FASTag ডেলিভারি হয়ে যাবে।
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
৩. টোল বুথের মাধ্যমে -
- টোলপ্লাজায় অবস্থিত যে কোনও সেল টার্মিনালে উপস্থিত হতে হবে।
- এ ক্ষেত্রে সেখানে গিয়ে FASTag অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য নিজেদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যের আসল এবং ফোটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ টোলপ্লাজাতেই সেগুলি যাচাই করে দেখা হবে।
- এরপর সেখানে উপস্থিত এজেন্সির সদস্যরা সমস্ত নথি যাচাই করবেন।
- একবার নিজেদের গাড়ির রেজিস্ট্রেশন হয়ে গেলে, সেখানে উপস্থিত কর্মী সেই গাড়ির উপর FASTag লাগিয়ে দেবেন।
৪. নির্দিষ্ট কয়েকটি দোকানে -
- এ ক্ষেত্রে পেটিএম কয়েকটি দোকানের সঙ্গে অংশীদারিত্ব করেছে FASTag বিক্রি করার জন্য।
- এ জন্য প্রথমেই নিজেদের ফোনের পেটিএম অ্যাপ ওপেন করতে হবে। এরপর FASTag সার্চ করতে হবে এবং এন্টারে প্রেস করতে হবে।
- এরপর ‘বাই ফ্রম নিয়ারবাই স্টোর’ অপশনে ক্লিক করতে হবে। এই অপশনটি রয়েছে ‘মাই পেটিএম ফাসট্যাগ’ বিভাগের মধ্যে।
- এরপর নিজেদের ডিভাইসকে অনুমতি দিতে হবে লোকেশন অ্যাক্সেস করার জন্য।
- এরপর সেখানে কাছের সমস্ত স্টোরের লিস্ট দেখা যাবে। নিজেদের পছন্দ অনুযায়ী স্টোর বেছে নিতে হবে FASTag ক্রয় করার জন্য।
- এরপর সেখান থেকে পেটিএমের মাধ্যমে কিনতে হবে FASTag।
এ ক্ষেত্রে একটি বিষয় সব সময় মনে রাখা দরকার যে FASTag অ্যাপ্লিকেশনের ফর্ম পূরণ করার সময়ই কেওয়াইসি নথি এবং ভেহিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দেওয়া প্রয়োজন।।