ডিজিটাল কোনও অ্যাকাউন্টের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হল পাসওয়ার্ড। হ্যাকারদের থেকে বাঁচার একমাত্র উপায় হল শক্তিশালী পাসওয়ার্ড। কিছু দিন পর পরই সেই পাসওয়ার্ড বদলে দেওয়া প্রয়োজন। পাসওয়ার্ড ভুলে গেলে সেই অ্যাকাউন্ট পুনরায় খুঁজে বের করা সম্ভব। এক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি স্টেপ ফলো করতে হবে। ইউজাররা গুগলের সার্ভিসের ক্ষেত্রে তাদের পাসওয়ার্ডের হেলথও চেকও করতে পারে। এর মাধ্যমে বোঝা যায় তাদের পাসওয়ার্ডটি সুরক্ষিত রয়েছে কি না। ইউজারদের পাসওয়ার্ড সুরক্ষিত থাকলেই তাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোন চান্স থাকে না। কিন্তু তাদের পাসওয়ার্ড সুরক্ষিত না হলেই সেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স বেড়ে যায়।
advertisement
আরও পড়ুন – Amazon Great Indian Festival Sale: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে সেরা ফিটনেস ব্যান্ড
এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে নিজেদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুরক্ষিত আছে কি না, তা বুঝতে হবে!
স্টেপ ১ – প্রথমেই গুগল পাসওয়ার্ড চেকআপ টুল (Google Password Checkup Tool) খুলতে হবে। এছাড়াও ক্লিক করা যেতে পারে এই লিঙ্কে- passwords:google.com/checkup/start
স্টেপ ২ – এবার চেক পাসওয়ার্ড বাটনে (Check Password Button) ক্লিক করতে হবে।
স্টেপ ৩ – এবার গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
স্টেপ ৪ – এবার গুগল ইউজারকে তার অ্যাকাউন্ট আর তার পাসওয়ার্ড ডিটেলস দেখিয়ে দেবে। এখানে গুগলের তরফে জানিয়ে দেওয়া হবে যে পাসওয়ার্ড সুরক্ষিত আছে কি না। এছাড়াও সেই পাসওয়ার্ড শক্তিশালী কি না এবং সেই পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন আছে কি না, সেটাও জানিয়ে দেবে।
আরও পড়ুন – এই অ্যাপগুলি আপনার ফোনে নেই তো? তথ্য চুরি হতে পারে কিন্তু!
স্টেপ ৫ – কোনও পাসওয়ার্ড শক্তিশালী না হলে গুগলের তরফে চেঞ্জ পাসওয়ার্ড অপশন দেখানো হবে। এবার সেখানে ক্লিক করে সেই দুর্বল পাসওয়ার্ড বদলে শক্তিশালী কোনও নতুন পাসওয়ার্ড এন্টার করতে হবে।