TRENDING:

Split AC on Discount: গ্রীষ্মের প্রস্তুতি এখনই; সস্তায় কিনে নিন মনের মতো নতুন স্প্লিট এসি

Last Updated:

Split AC on discount: দু’মাসের শীত যেতে না যেতেই দেশ জুড়ে শুরু হয়ে যাচ্ছে গ্রীষ্মের প্রস্তুতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দু’মাসের শীত যেতে না যেতেই দেশ জুড়ে শুরু হয়ে যাচ্ছে গ্রীষ্মের প্রস্তুতি। আগামী দিনে যাতে গরমে কষ্ট পেতে না হয় সে জন্য বেশির ভাগ মানুষই সেরে রাখছেন কেনাকাটা।
advertisement

এরই মধ্যে Amazon-এ শুরু হয়েছে ‘স্যালারি ডে-জ সেল’। ৬ ফেব্রুয়ারি তার শেষ দিন। এই সেলে গ্রাহকরা হোম অ্যাপ্লায়েন্সে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।

এছাড়াও, যদি কেউ SBI কার্ড দিয়ে কেনাকাটা করেন তাহলে যে কোনও পণ্যের উপর ১০ শতাংশ ছাড়ও দেওয়া হবে। কয়েকদিনের মধ্যেই গ্রীষ্ম শুরু হতে চলেছে, আর মানুষ এখন এসি, কুলার কেনার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় যাঁরা এসি কেনার কথা ভাবছেন, তাঁরা ‘অফ সিজন’-এ সস্তায় কিনে নিতেই পারেন।

advertisement

আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?

দেখা যাক কোন এসি-তে কত ছাড় দেওয়া হচ্ছে—

LG-এর ১ টন ৪ স্টার ইনভার্টার এসি কিনতে পারেন ৬১,৯৯০ টাকার পরিবর্তে ৩৪,৪৯০ টাকায়। এর উপর গ্রাহকদের জন্য একটি এক্সচেঞ্জ অফারও থাকছে। এই অফারে ৫,৩১০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। গ্রাহক চাইলে ১৬,৪৯৮ টাকার কিস্তিতেও কিনতে পারেন।

advertisement

Daikin-এর ১ টন ৩ স্টার ইনভার্টার এসি ৪৮,২০০ টাকার পরিবর্তে মাত্র ৩২,৪৯০ টাকায় কিনে নেওয়া যেতে পারে। এতেও প্রতি মাসে ১,৫৫২ টাকার ইএমআই দেওয়া যেতে পারে। এছাড়াও, এক্সচেঞ্জ অফারে ৫,৩১০ টাকা ছাড়ও মিলতে পারে।

Samsung-এর ১.৫ টন ৩ স্টার ইনভার্টার এসি ৬০,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ৩৬,৬৯৯ টাকায় বাড়িতে আনা যেতে পারে। গ্রাহকরা প্রতি মাসে ১,৭৫৩ টাকার ইএমআইতেও কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারে ৫,৩১০ টাকা ছাড়ও পাওয়া যেতে পারে।

advertisement

AmazonBasics-এর ক্ষেত্রে গ্রাহকরা ৫৬,৯৯০ টাকার পরিবর্তে ৩৪,৪৯০ টাকায় এর বাড়িতে আনতে পারেন ১.৫ টনের ৫ স্টার ইনভার্টার এসি বাড়িতে আনতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাহলে আর দেরি কিসের। আগামী দিনে ঘরের গরম দূর করতে একটি স্প্লিট এসি বেছে নেওয়া যেতে পারে এখনই। তাতে খানিকটা সাশ্রয় হতে পারে পকেটেরও।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Split AC on Discount: গ্রীষ্মের প্রস্তুতি এখনই; সস্তায় কিনে নিন মনের মতো নতুন স্প্লিট এসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল