এরই মধ্যে Amazon-এ শুরু হয়েছে ‘স্যালারি ডে-জ সেল’। ৬ ফেব্রুয়ারি তার শেষ দিন। এই সেলে গ্রাহকরা হোম অ্যাপ্লায়েন্সে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
এছাড়াও, যদি কেউ SBI কার্ড দিয়ে কেনাকাটা করেন তাহলে যে কোনও পণ্যের উপর ১০ শতাংশ ছাড়ও দেওয়া হবে। কয়েকদিনের মধ্যেই গ্রীষ্ম শুরু হতে চলেছে, আর মানুষ এখন এসি, কুলার কেনার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় যাঁরা এসি কেনার কথা ভাবছেন, তাঁরা ‘অফ সিজন’-এ সস্তায় কিনে নিতেই পারেন।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
দেখা যাক কোন এসি-তে কত ছাড় দেওয়া হচ্ছে—
LG-এর ১ টন ৪ স্টার ইনভার্টার এসি কিনতে পারেন ৬১,৯৯০ টাকার পরিবর্তে ৩৪,৪৯০ টাকায়। এর উপর গ্রাহকদের জন্য একটি এক্সচেঞ্জ অফারও থাকছে। এই অফারে ৫,৩১০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। গ্রাহক চাইলে ১৬,৪৯৮ টাকার কিস্তিতেও কিনতে পারেন।
Daikin-এর ১ টন ৩ স্টার ইনভার্টার এসি ৪৮,২০০ টাকার পরিবর্তে মাত্র ৩২,৪৯০ টাকায় কিনে নেওয়া যেতে পারে। এতেও প্রতি মাসে ১,৫৫২ টাকার ইএমআই দেওয়া যেতে পারে। এছাড়াও, এক্সচেঞ্জ অফারে ৫,৩১০ টাকা ছাড়ও মিলতে পারে।
Samsung-এর ১.৫ টন ৩ স্টার ইনভার্টার এসি ৬০,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ৩৬,৬৯৯ টাকায় বাড়িতে আনা যেতে পারে। গ্রাহকরা প্রতি মাসে ১,৭৫৩ টাকার ইএমআইতেও কিনতে পারবেন। এক্সচেঞ্জ অফারে ৫,৩১০ টাকা ছাড়ও পাওয়া যেতে পারে।
AmazonBasics-এর ক্ষেত্রে গ্রাহকরা ৫৬,৯৯০ টাকার পরিবর্তে ৩৪,৪৯০ টাকায় এর বাড়িতে আনতে পারেন ১.৫ টনের ৫ স্টার ইনভার্টার এসি বাড়িতে আনতে পারেন।
তাহলে আর দেরি কিসের। আগামী দিনে ঘরের গরম দূর করতে একটি স্প্লিট এসি বেছে নেওয়া যেতে পারে এখনই। তাতে খানিকটা সাশ্রয় হতে পারে পকেটেরও।