২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে দেশে এ ধরনের টিভি বিক্রি বেড়েছে প্রায় ৭৮ শতাংশ। ২০২২ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেব ধরলে পাঁচটি ব্র্যান্ড সর্বাধিক ব্যবসা করেছে। এগুলি হল Xiaomi, Samsung, OnePlus, LG এবং TCL। ভারতে মোট টিভি বিক্রির প্রায় ৯০ শতাংশ স্মার্ট টিভি।
বিক্রির দিক থেকে অন্য সব সংস্থাকে মাত দিতে পারে Xiaomi এবং Samsung। হিসেব বলছে Xiaomi ১৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রথম স্থানে রয়েছে৷ তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দ্বিতীয় স্থানে থাকা Samsung। বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে ১২ শতাংশ বাজার শেয়ার রেকর্ড করেছে এই সংস্থা।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
শুধু তাই নয়, এই তালিকায় প্রথম বার তৃতীয় স্থানে উঠে এসেছে OnePlus। ২০১৯ সালে এই চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা প্রথম টেলিভিশন নিয়ে আসে বাজারে। TV Q1 এবং Q1 Pro ছিল প্রথম মডেল। তারপর থেকে, OnePlus ভারতীয় বাজারে বেশ কয়েকটি বাজেট এবং প্রিমিয়াম স্মার্ট টিভি লঞ্চ করেছে৷
OnePlus H1 সর্বকালের সর্বোচ্চ বৃদ্ধি -
২০২২ সালের প্রথমার্ধে OnePlus বার্ষিক ১৮৭ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে৷ তাদের রিপোর্টে বলা হয়েছে, Y1 সিরিজ এবং শক্তিশালী বিপণন কৌশল ভারতীয় স্মার্ট টিভি বাজারে ব্যাপক লাভের মুখ দেখিয়েছে সংস্থাকে৷
৩২ ইঞ্চি স্মার্ট টিভির কদর -
২০ হাজার টাকার কম দামের টিভির চাহিদাই সব থেকে বেশি এ দেশে। ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৩২ ইঞ্চি স্মার্ট টিভির বিক্রি বেড়েছে প্রায় ৯৪ শতাংশ৷ যা মোট বিক্রির ৪৭ শতাংশ।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
পিছিয়ে নেই TCL
২০২২ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে পঞ্চম স্থান অধিকার করেছে TCL। দ্বিতীয় ত্রৈমাসিকে বিক্রি দ্বিগুণ হয়েছে। আসলে এ সময় সংস্থা একাধিক স্মার্ট টিভি বাজারে আনার কথা ঘোষণা করেছে।
অনলাইনে বিক্রি বৃদ্ধি
Flipkart, Amazon এবং Croma-এর মতো অনলাইন খুচরো বিক্রেতারা ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট বিক্রির প্রায় ৩১ শতাংশ ধরে রেখেছে৷ আর এর কারণ অবশ্যই নানা ধরনে প্রচার কৌশল।
আরও বাড়তে পারে বিক্রি
একটি সমীক্ষা থেকে অনুমান করা হয়েছে ভারতে স্মার্ট টিভির বিক্রি বছরের দ্বিতীয়ার্ধে আরও বাড়বে। এর কারণ আসন্ন উৎসব মরশুম। যদিও তার পাশাপাশি রয়েছে ক্রমাগত বাড়তে থাকা চাহিদাও।