TRENDING:

ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করা যায় ফেসবুকেও, জেনে নিন কীভাবে

Last Updated:

খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে ইনস্টাগ্রামের স্টোরি নিজেদের ফেসবুক প্রোফাইলেও শেয়ার করা সম্ভব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে Facebook এবং Instagram খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। পুরো দুনিয়া জুড়ে এর অসংখ্য ইউজার রয়েছে। ইউজারদের কথা মাথায় রেখে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। ইনস্টাগ্রাম একটি ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম হলেও, তারা এমন সব ফিচার নিয়ে আসছে, যা তাদের আরও জনপ্রিয় করে তুলবে।
advertisement

একই সঙ্গে এর মাধ্যমে ইউজাররা উপার্জন করতে পারেন এবং নিজেদের বিভিন্ন ধরনের ছবি ও স্টোরি শেয়ার করার জন্য এর ব্যবহার করতে পারেন। আগে Facebook এবং ইনস্টাগ্রামে আলাদা আলাদা পোস্ট করতে হত। কিন্তু কিছুদিন আগেই মেটা এই দুটি প্ল্যাটফর্মে ক্রস পোস্টিং পরিষেবা চালু করেছে। এর মাধ্যমে ইউজাররা ইনস্টাগ্রামে শেয়ার করা কনটেন্ট সরাসরি ফেসবুকেও শেয়ার করতে পারেন।

advertisement

ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করার ফিচার ইউজারদের কাছে একটি খুবই জনপ্রিয় ফিচার। ২৪ ঘন্টা পর এই স্টোরি নিজে থেকেই ডিলিট হয়ে যায়। কিন্তু ইউজাররা এটি হাইলাইট করলে সেই স্টোরি সেভ হয়ে যায়। কিন্তু অনেকেই হয় তো জানেন না যে, এই ইনস্টাগ্রামের স্টোরি সরাসরি ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করা সম্ভব। খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে ইনস্টাগ্রামের স্টোরি নিজেদের ফেসবুক প্রোফাইলেও শেয়ার করা সম্ভব। অ্যান্ড্রয়েড এবং আইফোনের ইউজাররা খুব সহজেই এটি করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

advertisement

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

ফেসবুকে স্টোরি শেয়ার করার জন্য -

১ - প্রথমেই নিজেদের স্টোরি তৈরি করে অ্যারো বাটনে ক্লিক করতে হবে।

২ - এরপর সেই স্টোরির নিচে থাকা শেয়ার বাটনে ক্লিক করতে হবে।

advertisement

৩ - এরপর 'Share to facebook every time' অথবা 'Share Once' বাটনে ক্লিক করতে হবে।

৪ - এরপর Share অপশনে ক্লিক করতে হবে।

৫ - সমস্ত স্টোরি সবসময় ফেসবুকে নিজে থেকেই শেয়ার করার জন্য এই স্টেপ ফলো করতে হবে।

৬ - সবার প্রথমে নিজেদের প্রোফাইলে গিয়ে, প্রোফাইলের ফটোতে ক্লিক করতে হবে।

advertisement

৭ - এরপর সবার ওপরে ডান দিকে থাকা মোর অপশনে ক্লিক করতে হবে। এরপর সেটিং অপশনে ক্লিক করতে হবে।

৮ - এরপর প্রায়ভেসি অপশনে ক্লিক করতে হবে। এরপর স্টোরি অপশনে ক্লিক করতে হবে।

৯ - এরপর স্ক্রল করে নিচে গিয়ে শেয়ারিং অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে 'Share Your Story To Facebook' অপশনে ক্লিক করতে হবে।

ইনস্টাগ্রামের স্টোরি ফেসবুকে শেয়ার -

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

মনে রাখা দরকার যে, ইনস্টাগ্রামের স্টোরি ফেসবুকে শেয়ার করলে সেটি নিউজ ফিডের সবথেকে উপরে একটি স্টোরি হিসাবে দেখা যায়। অর্থাৎ সেই ইনস্টাগ্রামের স্টোরি ইউজারদের ফেসবুক স্টোরির দর্শকরা দেখতে পায়। এক্ষেত্রে যাঁরা সেই স্টোরি ফেসবুকের মাধ্যমে দেখবেন, তাঁদের সম্পর্কে জানার জন্য 'Who's seen your story' অপশনে যেতে হবে। সেখানেই তাঁদের ফেসবুকের প্রোফাইল ফটো এবং নাম দেখা যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করা যায় ফেসবুকেও, জেনে নিন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল