TRENDING:

Selfies May Distort Facial Structures | সারাক্ষণ সেলফি তোলেন? বদলে যাবে মুখের গঠন! সমীক্ষায় আতঙ্ক

Last Updated:

Selfies may distort facial structures, shows study | নিজেকে সুন্দর করে দেখানোর জন্য কমবয়সী ছেলে-মেয়েরা মানসিক অবসাদের দিকে চলে যাচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Selfies May be Fueling rise in Cosmetic surgery : সম্প্রতি জানা গিয়েছে এক চমকে ওঠার মতো তথ্য। রিসার্চাররা জানাচ্ছেন যে ফোনের সেলফি তোলার বিভিন্ন ফেসিয়াল ফিচার বিকৃত করছে মুখের অবয়ব। এর ফলে ঝোঁক বাড়ছে প্লাস্টিক সার্জারি করার। কমবয়সী ছেলে-মেয়েরা বেশি করে ঝুঁকছে এই দিকে। Plastic and Reconstructive Surgery-র রিপোর্টে এই কথার উল্লেখ করা হয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্লাস্টিক সার্জন বার্দিয়া আমিরাক (Bardia Amiralk) জানিয়েছেন যে, কমবয়সী ছেলে-মেয়েরা এখন অত্যধিক মাত্রায় ব্যবহার করছে সেলফি। এর ফলে সেলফি ফিচারকে তারা একমাত্র গাইড হিসাবে বেছে নিয়েছে। এর ফলে তারা প্লাস্টিক সার্জনের কাছে আসছে তাদের মুখের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যা তারা সেলফি ফিচারের মাধ্যমে জানতে পেরেছে।
advertisement

বার্দিয়া আমিরাক জানিয়েছেন যে, ফোনের সেলফি ফিচারের মাধ্যমে মুখের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে ধরা হয়। সেই সমস্ত ছবির মাধ্যমে তারা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছে যে, তাদের মুখের কোন অংশটি ভালো এবং কোন অংশটি খারাপ। এর ফলে তারা ডাক্তারের কাছে আসছে মুখের সেই অংশের প্লাস্টিক সার্জারি করার জন্য, যা অত্যন্ত এক বিপজ্জনক দিক। এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা গিয়েছে কমবয়সী ছেলে-মেয়েদের মধ্যে।

advertisement

আরও পড়ুন - পুরনো অ্যাপ মুছে ফেলবে গুগল, এই সব অ্যাপ আর পাওয়া যাবে না প্লে স্টোরে !

আরও পড়ুন - এক নজরে দেখে নিন Oneplus 10 Pro 5G ফোনের ১০টি বৈশিষ্ট্য

জানা গিয়েছে, বার্দিয়া আমিরাক এই বিষয়ের উপরে একটা পরীক্ষা চালান। এই বিষয়ের উপরে পরীক্ষা করার জন্য তিনি এবং তাঁর কলিগ বেছে নেন তিরিশ জন ভলেন্টিয়ার। তার মধ্যে ২৩ জন মহিলা এবং ৭ জন পুরুষ ছিলেন। এরপরে তাঁরা ফোনের সেলফি ফিচার ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি তোলেন তাঁদের মুখের। সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের অপশনের মাধ্যমে ছবি তোলার সময়ে তাঁরা মুখের অবয়ব পরিবর্তনে আগ্রহী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি, নিজেকে সুন্দর করে দেখানোর জন্য কমবয়সী ছেলে-মেয়েরা মানসিক অবসাদের দিকে চলে যাচ্ছে। অনেকেই সার্জেনের দ্বারস্থ হলেও টাকার অভাবে প্লাস্টিক সার্জারি করাতে পারছে না। এর ফলে তারা নিজেরাই হীনম্মন্যতায় ভোগা শুরু করছে, যা সমাজের ওপর বিরাট এক নেতিবাচক প্রভাব ফেলছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Selfies May Distort Facial Structures | সারাক্ষণ সেলফি তোলেন? বদলে যাবে মুখের গঠন! সমীক্ষায় আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল