বার্দিয়া আমিরাক জানিয়েছেন যে, ফোনের সেলফি ফিচারের মাধ্যমে মুখের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে ধরা হয়। সেই সমস্ত ছবির মাধ্যমে তারা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছে যে, তাদের মুখের কোন অংশটি ভালো এবং কোন অংশটি খারাপ। এর ফলে তারা ডাক্তারের কাছে আসছে মুখের সেই অংশের প্লাস্টিক সার্জারি করার জন্য, যা অত্যন্ত এক বিপজ্জনক দিক। এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা গিয়েছে কমবয়সী ছেলে-মেয়েদের মধ্যে।
advertisement
আরও পড়ুন - পুরনো অ্যাপ মুছে ফেলবে গুগল, এই সব অ্যাপ আর পাওয়া যাবে না প্লে স্টোরে !
আরও পড়ুন - এক নজরে দেখে নিন Oneplus 10 Pro 5G ফোনের ১০টি বৈশিষ্ট্য
জানা গিয়েছে, বার্দিয়া আমিরাক এই বিষয়ের উপরে একটা পরীক্ষা চালান। এই বিষয়ের উপরে পরীক্ষা করার জন্য তিনি এবং তাঁর কলিগ বেছে নেন তিরিশ জন ভলেন্টিয়ার। তার মধ্যে ২৩ জন মহিলা এবং ৭ জন পুরুষ ছিলেন। এরপরে তাঁরা ফোনের সেলফি ফিচার ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি তোলেন তাঁদের মুখের। সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের অপশনের মাধ্যমে ছবি তোলার সময়ে তাঁরা মুখের অবয়ব পরিবর্তনে আগ্রহী।
পাশাপাশি, নিজেকে সুন্দর করে দেখানোর জন্য কমবয়সী ছেলে-মেয়েরা মানসিক অবসাদের দিকে চলে যাচ্ছে। অনেকেই সার্জেনের দ্বারস্থ হলেও টাকার অভাবে প্লাস্টিক সার্জারি করাতে পারছে না। এর ফলে তারা নিজেরাই হীনম্মন্যতায় ভোগা শুরু করছে, যা সমাজের ওপর বিরাট এক নেতিবাচক প্রভাব ফেলছে।