সম্প্রতি এমনই এক ঘটনার কথা সামনে এসেছে। অনেকেই আজকাল ঘরের কাজেও রোবটের সাহায্য নিয়ে থাকেন। সেই জন্য বাজারে আসছে রোবট ভ্যাকুয়াম ক্লিনার। যা ঘরদোর সাফসুতরো রাখবে। কিন্তু এই রোবট ভ্যাকুয়াম ক্লিনার আজব কাণ্ড ঘটিয়েছে। শৌচাগারে টয়লেট সিটে বসে থাকা এক মহিলার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
advertisement
পরে জানা গিয়েছে যে, ওই মহিলা কোনও গ্রাহক নন, বরং রুম্বা রোবট ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারী সংস্থা iRobot-এর এক জন কর্মচারী ছিলেন। যদিও ঘটনাটি সাম্প্রতিক নয়। এটি ঘটেছিল ২০২০ সালে। রোবট ভ্যাকুয়াম ক্লিনারটির নতুন মডেলটিকে আরও উন্নত করার জন্য কর্মীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল নির্মাতা সংস্থা। আসলে রোবটটি কীভাবে ডেটা ব্যবহার করে, সেই বিষয়েই সচেতন করা হচ্ছিল কর্মীদের। এই রোবটের মডেলটিতে রয়েছে একটি ‘রেকর্ডিং ইন প্রসেস’ ট্যাব।
আসলে iRobot সান ফ্রান্সিসকোর অন্য একটি পার্টি Scale AI-তে এই ডেটা পাঠাচ্ছিল। সেখান থেকে এই ডেটা সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরত ব্যক্তিদের কাছে গিয়েছে। মেশিনটি তার আশপাশের বস্তুগুলিকে ভাল করে চিনতে সক্ষম কি না, সেটা দেখার জন্যই মূলত রুম্বা দ্বারা তোলা সমস্ত ছবিগুলি নেওয়া হয়েছিল।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
অ্যামাজন এবং iRobot-এর ডিল:
স্কেল এআই-এর তরফে দাবি, নিজেদের নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট লঙ্ঘন করে ছবি পোস্ট করেছে কন্ট্রাক্টর। এর পরেই iRobot নিজের অংশীদারদের সঙ্গে চুক্তি শেষ করেছে। সেই সঙ্গে কী ভাবে ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই দিকটাও খতিয়ে দেখছে তারা। আপাতত অ্যামাজন (Amazon)-এর সঙ্গে ১.৭ মিলিয়ন ডলারের একটি চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে iRobot।
পরিশ্রমের হাত থেকেও বাঁচায়:
এই রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনারটিতে রয়েছে ম্যাপিং ইন্টেলিজেন্ট লেজার নেভিগেশন। এই লেজার নেভিগেশনের কারণে এটি স্বয়ংক্রিয় ভাবে ঘরদোর পরিষ্কার করে এবং অতিরিক্ত পরিশ্রমের হাত থেকেও রক্ষা করে। এটি টাইলস, কার্পেট এবং কাঠের মেঝে পরিষ্কার করার কাজে ব্যবহার করা যেতে পারে।