জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের দাম -
জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের সুবিধা পাওয়া যাবে পুরো এক বছরের জন্য। জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের দাম ২,৯৯৯ টাকা। এই প্ল্যানে বিভিন্ন ধরনের সুবিধার সঙ্গে সঙ্গে ডিজনি প্লাস হটস্টার এবং অন্যান্য জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
advertisement
জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের সুবিধা -
জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের মাধ্যমে ইউজাররা প্রতিদিন প্রায় ২.৫ জিবি করে ডেটার সুবিধা পাবেন পুরো এক বছরের জন্য অর্থাৎ ৩৬৫ দিনের জন্য। জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের মাধ্যমে ইউজাররা প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা পাবেন। জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের মাধ্যমে ইউজাররা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। প্রতিদিন ২.৫ জিবি ডেটা ব্যবহার করা হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৬৪ কেবিপিএস করে দেওয়া হবে।
এছাড়াও জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের মাধ্যমে ইউজাররা অতিরিক্ত ৭৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবে। যা এই প্ল্যানে অতিরিক্ত ডেটা হিসাবে যুক্ত করা হয়েছে। এছাড়াও বর্তমানে ওটিটি অত্যন্ত জনপ্রিয়। সেই কথা মাথায় রেখে জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের মাধ্যমে পুরো এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইল প্ল্যানের সাবস্ক্রিপশন পাওয়া যাবে ৪৯৯ টাকার বিনিময়ে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
এছাড়াও জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের মাধ্যমে ইউজাররা জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড ইত্যাদি অ্যাপের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যানের মাধ্যমে ইউজাররা ২২৫০ টাকার সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে আজিওর ৭৫০ টাকার অফার, নেট্মেডসের ৭৫০ টাকার অফার এবং ইক্সিগোর ৭৫০ টাকার অফার। জিও স্বাধীনতা দিবস ২০২২ প্ল্যান পাওয়া যাচ্ছে জিওর অফিসিয়াল ওয়েবসাইট এবং মাই জিও অ্যাপে।
