সম্প্রতি রিলায়েন্স জিওর তরফে ট্যুইটারে এই বিষয়ে জানানো হয়েছে। রিলায়েন্স জিওর তরফে ট্যুইট করে জানানো হয়েছে যে, রিলায়েন্স জিওর ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৬টি আলাদা আলাদা পরিষেবা পাবেন। এর মধ্যে রয়েছে এক্সট্রা ডেটা, ট্রাভেল, হেল্থ, ফ্যাশন, এন্টারটেনমেন্টের মতো বিভিন্ন ধরনের সুবিধা।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
advertisement
রিলায়েন্স জিওর এই অফার শুরু হয়ে গিয়েছে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর থেকে। এক নজরে দেখে নেওয়া যাক রিলায়েন্স জিওর এই সকল সুবিধার সমস্ত খুঁটিনাটি। রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা অতিরিক্ত ৭৫ জিবি হাই স্পিড ডেটার সুবিধা পাবে। রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ট্রাভেল বেনিফিটের সুবিধা পাবেন। এর জন্য রিলায়েন্স জিওর গ্রাহকদের Ixigo-র কুপন দেওয়া হচ্ছে। এই কুপনের মাধ্যমে গ্রাহকরা ৪৫০০ টাকা অথবা তার ওপরে খরচের ওপর ৭৫০ টাকার ছাড় পাবেন। এছাড়াও রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের অফার। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত অফারও।
হেলথ -
রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে সকল গ্রাহকরা ৭৫০ টাকার আকর্ষণীয় ছাড় যুক্ত একটি হেলথ কুপন পাবেন। এটি হল নেটমেডসের (Netmeds) কুপন। এছাড়াও এর মধ্যে রয়েছে ২৫% ছাড় যুক্ত ৩টি ডিসকাউন্ট কুপন। যা লাগু হবে ১,০০০ টাকা এবং তার বেশি টাকার কেনাকাটার ওপরে।
ফ্যাশন -
রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা AJIO-র কুপন পাবেন। এর মাধ্যমে গ্রাহকরা ২৯৯০ টাকা অথবা তার থেকে বেশি টাকার কেনাকাটার ওপর ৭৫০ টাকা অথবা তার বেশি টাকার ছাড় পাবেন।
এন্টারটেনমেন্ট -
রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা এন্টারটেনমেন্টের জন্য একটি কুপন পাবেন। সেই কুপনের মাধ্যমে গ্রাহকরা JioSaavn-এর ৬ মাসের প্যাকের ওপরে ৫০% ডিসকাউন্ট পেয়ে যাবেন।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
ইলেকট্রনিক -
রিলায়েন্স জিওর বার্ষিক ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা রিলায়েন্স ডিজিটালের ৫০০ টাকার কুপন পেয়ে যাবেন। রিলায়েন্স ডিজিটালে গ্রাহকরা ৫০০০ টাকার ওপরে কেনাকাটা করলে সেই কুপনের মাধ্যমে ৫০০ টাকার ছাড় পাবেন।
হকরা নিজেদের জিও নাম্বারে ২৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করার পর, এই সমস্ত কুপন তাঁদের মাই জিও অ্যাপের পার্সোনাল অ্যাকাউন্টের মাই কুপন সেকশনে পেয়ে যাবেন। সেখান থেকেই গ্রাহকরা যে কোনও কুপন ব্যবহার করতে পারবেন।