জানা গিয়েছে মধ্যপ্রাচ্যে এই ধরনের র্যাটমিলাড ম্যালওয়ার ব্যবহার করে জালিয়াতরা চুরি করছে গ্রাহকদের ফোনের ডেটা। ফোনের বিভিন্ন ডেটা চুরি করতে এবং স্পাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে এই ধরনের র্যাটমিলাড ম্যালওয়ার। এই র্যাটমিলাড ম্যালওয়ার প্রথম আবিষ্কার করে মোবাইল সিকিউরিটি ফার্ম জিমপেরিয়াম। তারা লক্ষ্য করে দেখেছে যে এই ম্যালওয়ার ট্রোজেন রিমোট অ্যাকসেস ব্যবহার করে গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেটা চুরি করছে। এর মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ধরনের কথোপকথন অর্থাৎ কল রেকর্ডিং চুরি করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
মোবাইল সিকিউরিটি ফার্ম জিমপেরিয়াম জানিয়েছে যে, লক্ষ্য করে দেখা গিয়েছে অন্য বেশ কয়েকটি মোবাইল স্পাইওয়ারের থেকে এটি বেশ খানিকটা আলাদা। র্যাটমিলাড ম্যালওয়ার প্রাইভেট কর্পোরেট সিস্টেম অ্যাকসেস করে মোবাইলের ডেটা চুরি করে। এরপর সেই ডেটা দিয়ে গ্রাহকদের ব্ল্যাকমেল করা হয়।
এ ছাড়াও হ্যাকাররা চুরি করা এই সকল ডেটার মাধ্যমে বিভিন্ন ধরনের দুর্নীতি করে চলেছে। এই র্যাটমিলাড ম্যালওয়ারের সব থেকে বিপজ্জনক দিক হল ফেক ফোন স্পুফিং অ্যাপ। এই ফেক ফোন স্পুফিং অ্যাপের নাম হল নামরেন্ট। এই অ্যাপের মাধ্যমে র্যাটমিলাড ম্যালওয়ার ব্যবহার করে গ্রাহকদের ফোনের ডেটা চুরি করা হয়। বেশির ভাগ সাইবার অপরাধী ওয়েবসাইট তৈরি করে টেলিগ্রাম এবং অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তার প্রচার করে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
এরপর কেউ সেই অ্যাপ তাদের ফোনে ডাউনলোড করলে র্যাটমিলাড ম্যালওয়ারের মাধ্যমে তাদের ফোনের ডেটা চুরি করে নেওয়া হয়। ইউজারদের কন্ট্যাক্ট, কল লগ, টেক্সট মেসেজ, জিপিএস লোকেশন, ডেটা ইত্যাদি সব কিছুই চুরি করা যায়।
জিমপেরিয়ামের ব্লগ পোস্ট অনুযায়ী ইতিমধ্যেই র্যাটমিলাড ম্যালওয়ার প্রায় ৪৭০০ বার দেখা হয়েছে এবং প্রায় ২০০ বার শেয়ার করা হয়েছে। এই র্যাটমিলাড ম্যালওয়ারের মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ফোনের ডেটা চুরি করে তা ডিলিট করে দিতে পারে। ফোনের মাইক্রোফোনের মাধ্যমে গ্রাহকদের কল রেকর্ড করা সম্ভব।
এই ধরনের র্যাটমিলাড ম্যালওয়ার থেকে বাঁচার জন্য নিজেদের ফোনে যে কোনও অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। অফিসিয়াল প্লে স্টোর থেকেও অ্যাপ ডাউনলোড করার সময় তার রিভিউ এবং রেটিং দেখে নেওয়া উচিত।