বিশেষ করে বোনেরা এই দিনটির জন্য বেশি অপেক্ষা করে থাকেন, কেননা এই দিনে ভাইরা তাঁদের পছন্দের নানা রকমের উপহার বোনকে দেন। তবে অনেক সময় রাখির জন্য প্রচলিত উপহারের বাইরে ঠিক কী ধরনের উপহার দেওয়া যেতে তা আমরা বুঝতেই পারি না। সে ক্ষেত্রে আজকের স্মার্ট টেক-স্যাভি জীবনে বেশ কম খরচে বোনদের যে কোনও স্মার্ট গ্যাজেট উপহার দেওয়া যেতে পারে।
advertisement
এই উপলক্ষ্যেই অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্টে (Flipkart) চলছে সিজন সেল। তাই পকেটের খরচ বাঁচিয়ে বোনেদের আবদার মেটাতে এর চেয়ে ভাল সুযোগ আর হতে পারে না।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
Samsung Galaxy Buds Live
অ্যামাজনে মিলছে Samsung Galaxy Buds Live সেল! এই বান্ডেলে ৬৯% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার মূল্য মাত্র ১৫,৯৯০ টাকা। 12mm স্পিকার ও ৩টি বিল্ট-ইন মাইক্রোফোন সহ এই গ্যাজেটটি এক কথায় অসাধারণ।
Redmi Watch 2 Lite
প্রায় ৪৪% ছাড়ে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ৪,৪৯৮ টাকায়। ১.৫৫ ইঞ্চির এইচডি এজ ডিসপ্লে সহ এই ডিভাইসটিতে জিপিএস প্রযুক্তিও যুক্ত রয়েছে। হার্ট রেট, স্ট্রেস, ঘুমের মতো রেগুলার অ্যাক্টিভিটিগুলিকে ট্রেস করতে সক্ষম। এটিতে ১০০টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে।
Amazon Echo Show 5
গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের মাধ্যমে অ্যামাজনের স্মার্ট স্পিকার এখন ট্রেন্ড ইন! নিজের জন্য কেনা হোক বা বোনকে উপহার দেওয়া দুই চলতে পারে। এই স্পিকারটি মাত্র ৪,৪৯৯ টাকায় পাওয়া যাবে। ৫.৫ ইঞ্চি স্ক্রিন সহ এই স্পিকারটিতে ভিডিও কলের জন্য একটি ২ মেগাপিক্সেল ফ্রন্টের ক্যামেরাও রয়েছে৷
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
Zebronics Zeb-Juke Bar 2550 Soundbar
গ্রাহকরা এই সাউন্ডবারটি প্রায় ৫২% ছাড়েই কিনতে পারবেন। এর বর্তমান মূল্য দাঁড়িয়েছে ২,৯৯৯ টাকায়। এতে গ্রাহকরা পাচ্ছেন 35W Rms, পাওয়ার ডুয়াল ড্রাইভার, USB ইনপুট সহ আরও অনেক ফিচার।
Amazon Gift Card
উপহারের তালিকায় এত কিছু থাকার পরও যাঁরা ঠিক করে উঠতে পারেননি কী নেবেন, তাঁদের জন্য রয়েছে অ্যামাজনের গিফট কার্ড। এর জন্য অ্যামাজন অ্যাপে গিয়ে গিফট কার্ড হিসেবে যে কোনও মূল্যের কার্ড উপহার হিসেবে দিতে পারি আণরা। এতে আমাদের পছন্দের মানুষেরা তাঁদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন।