TRENDING:

Photography Tips: স্মার্টফোনেই তুলুন DSLR-এর মতো ছবি, মাথায় থাক শুধু এই ৩ টিপস

Last Updated:

Photography Tips: প্রাথমিক ভাবে ছবি তোলার ভুল এড়াতে আজ আমরা তিনটি টিপস নিয়ে আলোচনা করব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Photography Tips: এখন আর আগের মতো আমাদের ভাল ছবি তুলতে ক্যামেরার প্রয়োজন নেই। বিশেষ করে হঠাৎ দেখা বা ঘটে যাওয়া মুহূর্তকে আমরা সহজেই আমাদের মুঠোফোনের ক্যামেরায় বন্দী করে রাখতে পারি। প্রকৃতপক্ষে প্রতিটি নতুন প্রজন্মের মানুষের কাছে ডিজিটাল ক্যামেরারা চেয়ে স্মার্টফোনের গুরুত্ব বেশি বেড়েছে। OEMs স্মার্টফোনের ক্যামেরায় আরও বেশি ফোকাস করার ফিচার তৈরি করেছে।
advertisement

কিন্তু আমাদের মধ্যে অনেকেই খুব আশা করে স্মার্টফোন কিনলেও ভাল ছবি তোলার অভিজ্ঞতার অভাব বা ইমেজ সেটিংয়ের জ্ঞানের অভাবে ভাল ছবি তুলতে পারি না। আসলে আমরা হার্ডওয়্যারের ওপর যতই ভরসা করি না কেন প্রকৃতপক্ষে আমাদের হাতই আসল কারিগর। ভালো ছবি হবে না গড়পড়তা ছবি? সেই উত্তর দিতে পারে আমাদের হাতের কারসাজি।

advertisement

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

স্মার্টফোন ফটোগ্রাফি একই সঙ্গে নতুনদের কাছে প্রহসন হয়ে উঠতে পারে আবার আগ্রহীদের জন্য ক্রমশ অপ্রতিরোধ্য আনন্দের বিষয় হয়ে দাঁড়াতে পারে। তাই প্রাথমিক ভাবে ছবি তোলার ভুল এড়াতে আজ আমরা তিনটি টিপস নিয়ে আলোচনা করব।

advertisement

সঠিক এক্সপোজারের ব্যবহার

পয়েন্ট শ্যুটের সময় ক্যামেরার এআই সিস্টেমকে ম্যানেজ না করা হলে তা ছবি খারাপ করে দেয়। কিন্তু অনেকেই শাটার স্পিড, আইএসও, ওয়াইট ব্যালেন্স ইত্যাদি সম্পর্কে সচেতন থাকেন না, তাই কিছু বেসিক ফিচার যেমন এক্সপোজার স্লাইডারের ব্যবহার করা যেতে পারে। এক্সপোজার স্লাইডারকে ততক্ষণ সেটিং করতে হবে যতক্ষণ প্রয়োজনীয় হাইলাইটস, শ্যাডো বা ফোকাস না পাওয়া যাচ্ছে।

advertisement

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

সর্বদা আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার না করা

আল্ট্রাওয়াইড লেন্স দিয়ে ছবি তুলতে ভাল লাগলেও OEM-এর অধিকাংশ ফিচার এতে তেমন ভাল থাকে না। আল্ট্রাওয়াইডে স্যুইচ অন করা মানেই কিন্তু ছবির গুণমানে ব্যাপক হ্রাস। এতে ছবির গুণমান হ্রাসের পাশাপাশি ভিডিও করার সময় শব্দেরও গুণমান হ্রাস পায়।

advertisement

ছবির ওপর নির্ভর করে এডিটিং করা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছবির ক্ষেত্রে এডিটিং নিসন্দেহে প্রয়োজনীয় কিন্তু প্রত্যেকটি ছবির ক্ষেত্রে এই এডিটিংয়ের প্রসেস কিন্তু আলাদা আলাদা। ফলে বিশেষ ছবির বিশেষ ফ্ল্যাট জায়গাটি বা বিশেষ ভাবে কোনও স্থানের হাইলাইট, শ্যাডো কমাতে বা ছবির কোনও স্থানের রঙ পরিবর্তন করতে হলে বিশেষ বিশেষ এডিটিং প্রসেসের দরকার হয়। এর জন্য সবচেয়ে ভাল হয় এডিটিংয়ের সময় যে কোনও প্রসেসকে একবার করে অ্যাপ্লাই করে তুলনা করা। ছবিতে প্রতিটি পরিবর্তনের সঙ্গে একবার করে চিন্তা করা দরকার যে আদৌ পরিবর্তনের দরকার রয়েছে কি না!

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Photography Tips: স্মার্টফোনেই তুলুন DSLR-এর মতো ছবি, মাথায় থাক শুধু এই ৩ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল