TRENDING:

Netflix Phishing Scam: নেটফ্লিক্স দেখেন? সাবস্ক্রিপশন রিনিউ করার সময়ে এই ভুল করলেই মারাত্মক মাসুল গুনতে হবে

Last Updated:

এই ধরনের ফিশিং ইমেল থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Netflix Phishing Scam: বর্তমানে খুবই জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম হল নেটফ্লিক্স (Netflix)। দুনিয়া জুড়ে এর অনেক সাবস্ক্রাইবার রয়েছে। এর ফলে হ্যাকারদের প্রধান টার্গেট হয়ে উঠেছে এই নেটফ্লিক্স। নেটফ্লিক্সের ইউজারদের কাছে ভুয়ো ইমেল পাঠানো হচ্ছে হ্যাকারদের তরফে। সেই ইমেলে বলা হচ্ছে তাদের সাবস্ক্রিপশন রিনিউ করার জন্য। নেটফ্লিক্সের এই ফিশিং স্ক্যামের মাধ্যমে ইউজারদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে নেওয়া হচ্ছে।
advertisement

সিঙ্গাপুরে সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেখানকার প্রায় ৫ জন নেটফ্লিক্সের ফিশিং স্ক্যামের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের প্রায় ১২,৫০০ ডলার ক্ষতি হয়েছে। সিঙ্গাপুর পুলিশের তরফে ইতিমধ্যেই সকল ইউজারকে সতর্ক করে দেওয়া হয়েছে নেটফ্লিক্সের ফিশিং মেল থেকে। কারণ নেটফ্লিক্সের নাম করে এই ধরনের মেল পাঠিয়ে ইউজারদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে তাদের ব্যাঙ্কের টাকা লোপাট করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি

সিঙ্গাপুর পুলিশের তরফে জানানো হয়েছে যে, হ্যাকারদের তরফে নেটফ্লিক্সের ইউজারদের কাছে মেল পাঠানো হচ্ছে। সেই মেলের মধ্যে দেওয়া হচ্ছে ইউআরএল লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে ইউজারদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন করতে বলা হচ্ছে। সিঙ্গাপুরের একজন ইউজার সেই লিঙ্কে ক্লিক করে এবং সেখান থেকে ঢুকে যায় ফিশিং ওয়েবসাইটে। যেখানে তাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের তথ্য এবং ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে বলা হয় সাবস্ক্রিপশন রিনিউ করার জন্য। ওই ইউজার সমস্ত তথ্য এন্টার করার পরেই হ্যাকাররা তার তথ্য চুরি করে নেয় এবং তার ব্যাঙ্ক থেকে খোয়া যায় টাকা। এর ফলে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই সকল ইউজারদের সতর্ক করে দেওয়া হয়েছে নেটফ্লিক্সের তরফে এই ধরনের কোনও মেল এলে সেই মেলের লিঙ্কে ক্লিক যেন না করা হয়।

advertisement

আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার

এই ধরনের ফিশিং ইমেল থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়...

- মেল এবং টেক্সট মেসেজের মাধ্যমে আসা ইউআরএল লিঙ্কে ক্লিক করা উচিত নয়।

- সবসময় অফিসিয়াল ওয়েবসাইট এবং সুরক্ষিত সোর্স ব্যবহার করে এই ধরনের সাবস্ক্রিপশন করা উচিত।

advertisement

- কারও সঙ্গে কখনও নিজেদের ব্যাঙ্কের সমস্ত ডিটেলস এবং ওটিপি শেয়ার করা উচিত নয়।

- নিজেদের ডেবিট/ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যোগাযোগ করে সেই কার্ড ব্লক করে দেওয়া উচিত।

সেরা ভিডিও

আরও দেখুন
রান্নার প্যাশনকে কাজে লাগিয়ে বের করলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া, করছেন অঢেল লাভ
আরও দেখুন

- এই ধরনের যে কোনও সমস্যা হলেই সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করা উচিত।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Netflix Phishing Scam: নেটফ্লিক্স দেখেন? সাবস্ক্রিপশন রিনিউ করার সময়ে এই ভুল করলেই মারাত্মক মাসুল গুনতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল