সিঙ্গাপুরে সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেখানকার প্রায় ৫ জন নেটফ্লিক্সের ফিশিং স্ক্যামের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের প্রায় ১২,৫০০ ডলার ক্ষতি হয়েছে। সিঙ্গাপুর পুলিশের তরফে ইতিমধ্যেই সকল ইউজারকে সতর্ক করে দেওয়া হয়েছে নেটফ্লিক্সের ফিশিং মেল থেকে। কারণ নেটফ্লিক্সের নাম করে এই ধরনের মেল পাঠিয়ে ইউজারদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে তাদের ব্যাঙ্কের টাকা লোপাট করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি
সিঙ্গাপুর পুলিশের তরফে জানানো হয়েছে যে, হ্যাকারদের তরফে নেটফ্লিক্সের ইউজারদের কাছে মেল পাঠানো হচ্ছে। সেই মেলের মধ্যে দেওয়া হচ্ছে ইউআরএল লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে ইউজারদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন করতে বলা হচ্ছে। সিঙ্গাপুরের একজন ইউজার সেই লিঙ্কে ক্লিক করে এবং সেখান থেকে ঢুকে যায় ফিশিং ওয়েবসাইটে। যেখানে তাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের তথ্য এবং ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে বলা হয় সাবস্ক্রিপশন রিনিউ করার জন্য। ওই ইউজার সমস্ত তথ্য এন্টার করার পরেই হ্যাকাররা তার তথ্য চুরি করে নেয় এবং তার ব্যাঙ্ক থেকে খোয়া যায় টাকা। এর ফলে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই সকল ইউজারদের সতর্ক করে দেওয়া হয়েছে নেটফ্লিক্সের তরফে এই ধরনের কোনও মেল এলে সেই মেলের লিঙ্কে ক্লিক যেন না করা হয়।
আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার
এই ধরনের ফিশিং ইমেল থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়...
- মেল এবং টেক্সট মেসেজের মাধ্যমে আসা ইউআরএল লিঙ্কে ক্লিক করা উচিত নয়।
- সবসময় অফিসিয়াল ওয়েবসাইট এবং সুরক্ষিত সোর্স ব্যবহার করে এই ধরনের সাবস্ক্রিপশন করা উচিত।
- কারও সঙ্গে কখনও নিজেদের ব্যাঙ্কের সমস্ত ডিটেলস এবং ওটিপি শেয়ার করা উচিত নয়।
- নিজেদের ডেবিট/ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যোগাযোগ করে সেই কার্ড ব্লক করে দেওয়া উচিত।
- এই ধরনের যে কোনও সমস্যা হলেই সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করা উচিত।
