ভারতে ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম -
ভারতে এই ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম রাখা হয়েছে সকলের বাজেটের মধ্যে। ভারতে ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম হল ৪৯৯৯ টাকা। গ্রাহকরা ওয়ানপ্লাস নর্ড ওয়াচ কেনার সময় পেয়ে যাবেন স্পেশাল অফার। স্পেশাল এই ব্যাঙ্ক অফারের মাধ্যমে গ্রাহকরা পেয়ে যাবে প্রায় ৫০০ টাকার ছাড়। অক্টোবরের ৪ তারিখ থেকেই গ্রাহকরা ওয়ানপ্লাস নর্ড ওয়াচ কিনতে পারবেন। ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইটেই পাওয়া যাবে ওয়ানপ্লাস নর্ড ওয়াচ।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
ওয়ানপ্লাস নর্ড ওয়াচের ফিচার -
ওয়ানপ্লাস বেশ কিছুদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা করছিল তাদের নতুন এই নর্ড ওয়াচের। বেশ কিছুদিন পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে তারা লঞ্চ করেছে তাদের নতুন এই স্মার্টওয়াচ। এই ওয়াচে ব্যবহার করা হয়েছে ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যাতে রয়েছে ৬০ এইচজেড রিফ্রেশ রেট। এছাড়াও ওয়ানপ্লাস নর্ড ওয়াচের স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ৫০০ নিটসের পিক ব্রাইটনেস। এই স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে ১০০টি ওয়াচ ফেস।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
ওয়ানপ্লাস নর্ড ওয়াচ কানেক্ট করা যাবে অ্যান্ড্রয়েড এবং আইফোনের সঙ্গে। এই দুটি ডিভাইসের সঙ্গে ওয়ানপ্লাস নর্ড স্মার্টওয়াচ কানেক্ট করা যাবে ব্লুটুথ ৫.২-এর মাধ্যমে। এর মাধ্যমে স্মার্টওয়াচ ও ফোনের সমস্ত ডেটা সিনক্রোনাইজ করা যাবে। ওয়ানপ্লাসের নর্ড স্মার্টওয়াচে ব্যবহার করা হয়েছে হার্টরেট সেন্সর, এসপিও২ মনিটর, মেনস্ট্রুয়াল ট্র্যাকার,স্ট্রেস সেনসর ইত্যাদির মতো একাধিক উন্নত ও আধুনিক স্বাস্থ্য সম্পর্কিত ফিচার। ওয়ানপ্লাস নর্ড ওয়াচের কেস তৈরি করা হয়েছে জিঙ্কের দ্বারা, যা সিলিকন স্ট্র্যাপ যুক্ত। ওয়ানপ্লাস নর্ড ওয়াচের ওজন মাত্র ৫২ গ্রাম। ওয়ানপ্লাস নর্ড ওয়াচের বক্সে ম্যাগনেটিক চার্জার রয়েছে।
ওয়ানপ্লাস নর্ড ওয়াচে ব্যবহার করা হয়েছজে ১০৫টি স্পোর্টস মোড। এর মাধ্যমে গ্রাহকরা সাইক্লিং, রানিং, সুইমিং ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক ধারণা পাবেন। ওয়ানপ্লাস নর্ড ওয়াচে দেওয়া হয়েছে আইপি৬৮ রেটিং, যা এই স্মার্টওয়াচকে ধুলো এবং জল থেকে সুরক্ষা প্রদান করবে। ওয়ানপ্লাস নর্ড স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ২৩০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই স্মার্টওয়াচ একবার চার্জ দিলে একটানা প্রায় ১০ দিন পর্যন্ত চলবে।