এই ধরনের ম্যালওয়ার অ্যাপ অনেক বছর ধরেই গুগল প্লে স্টোরে রয়েছে। এর ফলে আগেও ইউজারদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কের তথ্য চুরি যাওয়ার মতো অনেক ঘটনা সামনে এসেছে। তাই অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের বিশেষ সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের সতর্ক থাকতে হবে নিজেদের ফোনে কোনও অ্যাপ ডাউনলোড করার সময়। বর্তমানে গুগল প্লে স্টোরে এই ধরনের লেটেস্ট ১২টি অ্যাপ খুঁজে পাওয়া গিয়েছে, যা ইউজারদের ব্যাঙ্কের ডিটেলস, ইউজারনেম, পাসওয়ার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই চুরি করে নিতে পারে। থ্রেটফ্যাব্রিকের রিসার্চ অনুযায়ী এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপগুলো হল স্ক্যানিং অ্যাপস, ক্রিপ্টোকারেন্সি অ্যাপস এবং বিভিন্ন ধরনের ওয়ার্ক আউট ও ফিটনেস অ্যাপস। এর ফলে নিজেদের ফোনে এই ধরনের অ্যাপ ডাউনলোড করার আগে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
advertisement
আরও পড়ুন - গাড়ি চড়েই আকাশে উড়ান, আসছে রেনোঁর ফ্লাইং গাড়ি AIR4!
এই ধরনের অ্যাপ ডাউনলোড করার পর ইউজারদের অনুরোধ করা হবে সফটওয়্যার আপডেট ইনস্টল করার জন্য। যা থার্ড পার্টি সোর্সের মাধ্যমে করা হবে। এই ধরনের আপডেটের মাধ্যমে ইউজারদের ফোনে ইনস্টল করা হবে অ্যাডভান্সড অ্যান্ড্রয়েড ব্যাঙ্কিং ট্রোজান, যা মোবাইল ডিভাইজে 'অ্যানাতসা' (Anatsa) নামে পরিচিত। এই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ম্যালওয়ার, তার মধ্যে উল্লেখযোগ্য হল এলিয়েন (Alien), হাইড্রা (Hydra), এরমাক (Ermac) ইত্যাদি। এর মাধ্যমে হ্যাকাররা ইউজারদের মোবাইল ডিভাইজ হ্যাক করে চুরি করে নেয় গুরুত্বপূর্ণ তথ্য ও ডিটেলস।
আরও পড়ুন - আসছে 2022 TVS Apache RTR 200 4V, দাম এবং ফিচার নিয়ে জানুন বিশদে
গুগল প্লে স্টোর থেকে যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। অ্যাপ ডাউনলোড করার আগে একবার তার রিভিউ পড়ে নেওয়া উচিত।