TRENDING:

সোশ্যাল মিডিয়া স্টার করে দিতে পারে Instagram Reels, জেনে নিন কী ভাবে করবেন

Last Updated:

ইনস্টাগ্রাম রিল তৈরি করতে চান! জেনে নিন কী ভাবে করবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমরা প্রত্যেকেই এখন বিনোদনের জন্য পুরোপুরি সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর হয়ে পড়েছি, সে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব দিনের একটা বড় অংশ আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করি। আমাদের মধ্যে অনেকেই আবার ইনস্টাগ্রাম রিলের ভক্ত। নেটিজেনরা কেবল নিজেদের ছবি এবং স্টোরি শেয়ার করেন এমন নয়, রিল তৈরি করতেও তাঁরা সমান উৎসাহী। ইনস্টাগ্রামের এই নতুন ফিচারটি শুরু হয়েছে ২০২০ সালের অগাস্ট থেকে।
advertisement

এই রিলস অ্যাপ্লিকেশনটিতে স্বল্পদৈর্ঘ্যের বিনোদনমূলক ভিডিও তৈরি করা হয়। সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের দেওয়া তথ্য অনুসারে, রিলসের এই ফিচারটি ইনস্টাগ্রাম ক্যামেরায় ৬০ সেকেন্ড পর্যন্ত ছোটদৈর্ঘ্যের ভিডিও রেকর্ড এবং এডিট করার সুযোগ দেয়। এমনকি ইনস্টাগ্রাম রিলে নানান ধরেনের এফেক্টস এবং আবহও ব্যবহার করা যায়।

যাঁরা রিলস তৈরি করেন তাঁরা রিল তৈরির পর তাঁদের ফলোয়ারদের সঙ্গে সেগুলি শেয়ার করেন। যাঁদের বিশেষ ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাবলিক মোডে সেট করা রয়েছে তাঁদের শেয়ার করা ভিডিও আরও বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে যায় এক্সপ্লোর সেকশনের মাধ্যমে।

advertisement

তবে যাঁরা এই রিলস সম্পর্কে খুব একটা জানেন না তাঁরা কী ভাবে এগুলি রেকর্ড করবেন এ বারে সেটা দেখে নেওয়া যাক

স্টেপ-১ - প্রথমে আমাদের স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলতে হবে এবং ওপরে থাকা ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করতে হবে বা ফিডের যে কোনও জায়গায় ডানদিকে সোয়াইপ করতে হবে।

advertisement

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

স্টেপ-২ - নিচের দিকে রিলে স্ক্রোল করতে হবে

স্টেপ-৩ - একটি ক্লিপ রেকর্ড করতে রেকর্ড রিলে আলতো করে প্রেস করতে হবে এবং ক্লিপটি শেষ করতে আবার আলতো করে প্রেস করতে হবে৷ এ ছাড়াও ক্যামেরা রোল থেকে একটি ভিডিও রিলে আনতে নিচে বাম দিকে ক্যামেরা রোলটি ট্যাপ করতে হয়।

advertisement

স্টেপ-৪ - রেকর্ড করা আগের ক্লিপটি দেখতে বা ট্রিম করতে ‘প্রিভিয়াস’ অপশনে আলতো প্রেস করতে হবে

স্টেপ-৫ - রিলে স্টিকার, ড্রয়িং এবং টেক্সট যোগ করতে বা ডিভাইসে ডাউনলোড করতে নেক্সট (অ্যান্ড্রয়েড) বা প্রিভিউ (আইফোন) অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

advertisement

স্টেপ-৬ - নিজের কভার ফটো পরিবর্তন করতে বা তাতে ক্যাপশন যোগ কভারে প্রেস করতে হবে৷ স্টোরিতে রিল শেয়ার করতে স্টোরিতে প্রেস করতে হবে।

স্টেপ-৭ - নেক্সট অপশনে প্রেস করে তারপর শেয়ার করতে হবে

রিল ডিলিট করার উপায়

১. প্রোফাইলের নিচে ডানদিকে প্রোফাইল বা প্রোফাইল পিকচারে প্রেস করতে হবে

২. প্রোফাইল ইনফোর নীচে রিলে প্রেস করতে হবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৩. যে রিলটি ডিলিট করতে হবে তাতে প্রেস করতে হবে

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সোশ্যাল মিডিয়া স্টার করে দিতে পারে Instagram Reels, জেনে নিন কী ভাবে করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল