Instagram-এর রিলসের ক্ষেত্রে ইউজাররা ভিডিও রেকর্ড করতে পারেন এবং এর মধ্যে অডিও দিতে পারেন আলাদা করে। এ ছাড়াও Instagram-এর Reels ভিডিওর ক্ষেত্রে ইউজাররা ব্যবহার করতে পারে বিভিন্ন ধরনের ফিল্টার (Filter), এফেক্ট (Effect) ইত্যাদি। এর ফলে Instagram-এর Reels ভিডিও আরও আকর্ষণীয় করে তোলা যায়। তাই সকলেই চায় নিজেদের Reels ভিডিও-র View বাড়িয়ে তুলতে। এক নজরে দেখে নিন Instagram-এর Reels ভিডিও-র View বাড়ানোর উপায়।
advertisement
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
Instagram-এর Reels ভিডিওর View বাড়ানোর উপায় -
১) জনপ্রিয় অডিও ট্র্যাক ব্যবহার করা উচিত - নিজেদের Instagram-এর Reel ভিডিও-র View বাড়ানোর জন্য প্রথমেই জনপ্রিয় গান এবং মিউজিক বাছাই করা দরকার। এর ফলে অন্যেরা সেই Reel -এর প্রতি বেশি করে আকৃষ্ট হবেন। সম্প্রতি যে সকল গান বেরিয়েছে অথবা যে সকল গান ট্রেন্ডিং, সেগুলোই Reel বানানোর ক্ষেত্রে ব্যবহার করা উচিত। এর ফলে সেই রিলসের View বাড়বে।
২) ভাল কনটেন্ট ক্রিয়েট করতে হবে - Instagram-এর Reel ভিডিও তৈরি করার সময় মাথায় রাখা দরকার যে সব সময় ক্রিয়েটিভ Reel তৈরি করা উচিত। এমন কনটেন্ট তৈরি করা উচিত যার প্রতি সহজেই অন্যেরা আকৃষ্ট হবে। এই ক্ষেত্রে ট্রেন্ডিং টপিকের উপরে কনটেন্ট ক্রিয়েট করলে View সংখ্যা নিজে থেকেই বেড়ে যাবে।
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
৩) যথাযথ হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত - শুধু ভাল কনটেন্ট তৈরি করলেই হবে না। সেটি পোস্ট করার সময় যথাযথ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কনটেন্টের সঙ্গে মিলিয়ে উপযুক্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এর ফলে সেই রিলসের View বাড়তে সুবিধা হবে।
৪) নিয়মিত Reels আপলোড করতে হবে - আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হন তা হলে নিয়মিত Reels আপলোড করতে হবে। কারণ এর ফলে দর্শকের সংখ্যা বাড়তে সুবিধা হবে। এর ফলে নিয়ম করে কনটেন্ট আপলোড করে যেতে হবে।
৫) ভাল ক্যাপশনের ব্যবহার - Instagram-এর Reels ভিডিও আকর্ষণীয় করে তোলার জন্য একটি উপযুক্ত ক্যাপশনের ব্যবহার করা উচিত। যা View বাড়িয়ে তুলতে সাহায্য করবে।